২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিশততম জন্মদিনে কবি মাইকেল মধুসূদন দত্তকে শ্রদ্ধা, উদ্যোগে বিশ্বকোষ পরিষদ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 124

পুবের কলম প্রতিবেদক: বুধবার ছিল বাংলা সাহিত্যের অন্যতম স্বনামধন্য ব্যক্তিত্ব বিশিষ্ট কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। তাঁর এই ২০০তম জন্মদিন উপলক্ষে কবির প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নিয়েছিল বিশ্বকোষ পরিষদ। মা ফাউন্ডেশনের তরফেও কবি ও কবি-জায়ার কবরস্থানে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ দিনের এই বিশেষ শ্রদ্ধা নিবেদনমূলক অনুষ্ঠানে ছিলেন পুবের কলম-এর সম্পাদক ও সাবেক সাংসদ তথা বিশ্বকোষ পরিষদের অন্যতম সংগঠক আহমদ হাসান ইমরান, সংগঠনের কার্যকরী সম্পাদক শ্যামল চৌধুরী, আল-আমীন মিশনের সহ-সম্পাদক ও বিশ্বকোষ পরিষদের সদস্য হাফিজুর রহমান, মা ফাউন্ডেশনের রাকেশ জয়পাল প্রমুখ।

আরও পড়ুন: মায়ের স্মৃতিতে ‘মিনি তাজমহল’ চেন্নাইয়ের আমিরুদ্দিনের

এ দিন সাকালে তাঁরা মল্লিকবাজার ক্রশিং ও এজেসি বোস রোডে অবস্থিত খ্রিস্টান করবস্থানে যান। সেখানে থাকা মাইকেল মধুসূদন দত্ত ও তাঁর স্ত্রীর স্মৃতিস্তম্ভ এবং প্রতিকৃতিতে মাল্যদান করেন। তারপর কবির সাহিত্যকর্ম নিয়ে সংক্ষেপে আলোচনাও করেন বিশিষ্টরা।

আরও পড়ুন: ৩২ তম মৃত্যু বার্ষিকীতে রাজীব গান্ধিকে  শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  

অন্যদিকে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে কবির কবরস্থানকে ফুল দিয়ে সাজানো হলেও তেমন কেউ শ্রদ্ধা জানাতে আসেননি বলে জানা গিয়েছে। এ নিয়ে অনেকেই বলছেন, কবিকে শ্রদ্ধা ও তাঁর সাহিত্যকর্মকে সম্মান জানাতে সরকারকে আরও সক্রিয় হওয়া দরকার।

আরও পড়ুন: প্রয়াত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপণ রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির

প্রসঙ্গত, মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে তাঁর রচিত মেঘনাদবধ কাব্য ‘মহাকাব্য’ হিসাবে স্বীকৃত হয়েছে। বাংলা সাহিত্যের নবজাগরণ আনার ক্ষেত্রে যেসব কবি-সাহিত্যিক পুরোধা ছিলেন, মাইকেল মধুসূদন দত্তও ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিশততম জন্মদিনে কবি মাইকেল মধুসূদন দত্তকে শ্রদ্ধা, উদ্যোগে বিশ্বকোষ পরিষদ

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক: বুধবার ছিল বাংলা সাহিত্যের অন্যতম স্বনামধন্য ব্যক্তিত্ব বিশিষ্ট কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। তাঁর এই ২০০তম জন্মদিন উপলক্ষে কবির প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নিয়েছিল বিশ্বকোষ পরিষদ। মা ফাউন্ডেশনের তরফেও কবি ও কবি-জায়ার কবরস্থানে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ দিনের এই বিশেষ শ্রদ্ধা নিবেদনমূলক অনুষ্ঠানে ছিলেন পুবের কলম-এর সম্পাদক ও সাবেক সাংসদ তথা বিশ্বকোষ পরিষদের অন্যতম সংগঠক আহমদ হাসান ইমরান, সংগঠনের কার্যকরী সম্পাদক শ্যামল চৌধুরী, আল-আমীন মিশনের সহ-সম্পাদক ও বিশ্বকোষ পরিষদের সদস্য হাফিজুর রহমান, মা ফাউন্ডেশনের রাকেশ জয়পাল প্রমুখ।

আরও পড়ুন: মায়ের স্মৃতিতে ‘মিনি তাজমহল’ চেন্নাইয়ের আমিরুদ্দিনের

এ দিন সাকালে তাঁরা মল্লিকবাজার ক্রশিং ও এজেসি বোস রোডে অবস্থিত খ্রিস্টান করবস্থানে যান। সেখানে থাকা মাইকেল মধুসূদন দত্ত ও তাঁর স্ত্রীর স্মৃতিস্তম্ভ এবং প্রতিকৃতিতে মাল্যদান করেন। তারপর কবির সাহিত্যকর্ম নিয়ে সংক্ষেপে আলোচনাও করেন বিশিষ্টরা।

আরও পড়ুন: ৩২ তম মৃত্যু বার্ষিকীতে রাজীব গান্ধিকে  শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  

অন্যদিকে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে কবির কবরস্থানকে ফুল দিয়ে সাজানো হলেও তেমন কেউ শ্রদ্ধা জানাতে আসেননি বলে জানা গিয়েছে। এ নিয়ে অনেকেই বলছেন, কবিকে শ্রদ্ধা ও তাঁর সাহিত্যকর্মকে সম্মান জানাতে সরকারকে আরও সক্রিয় হওয়া দরকার।

আরও পড়ুন: প্রয়াত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপণ রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির

প্রসঙ্গত, মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে তাঁর রচিত মেঘনাদবধ কাব্য ‘মহাকাব্য’ হিসাবে স্বীকৃত হয়েছে। বাংলা সাহিত্যের নবজাগরণ আনার ক্ষেত্রে যেসব কবি-সাহিত্যিক পুরোধা ছিলেন, মাইকেল মধুসূদন দত্তও ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।