০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আম্বেদকরের জন্ম-জয়ন্তীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 20

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ১৪ এপ্রিল পালিত হয় আম্বেদকর জয়ন্তী বা ভীম জয়ন্তী। ‘বাবাসাহেব আম্বেদকর’ নামেও পরিচিত ডঃ বি আর আম্বেদকর। এই বিশেষ দিনে জাতির অগ্রগতির কথা স্মরণ করে বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধামমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, ‘ডঃ বাবাসাহেব আম্বেদকরকে তাঁর জন্ম- জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। ভারতের অগ্রগতিতে তিনি অদম্য অবদান রেখেছেন। এটি আমাদের জাতির জন্য তাঁর স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি দিন’। প্রধানমন্ত্রী একটি তাঁর ছোটো ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। যেখানে তিনি তাঁর আগের একটি ভাষণের ভিডিও তুলে ধরেছেন। যে ভিডিওতে প্রধানমন্ত্রী আধুনিক ভারত গড়তে ডঃ আম্বেদকরের অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীকে সেই ভাষণে বলতে শোনা গেছে, ‘বাবা সাহেব আম্বেদকর শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন সংকল্পের অপর নাম।

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

তিনি তাঁর সংগ্রামের মধ্যে দিয়ে জীবনের পথে অগ্রসর হয়েছেন।’  সংসদ ভবনের লনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু লোকসভার স্পিকার ওম বিড়লা আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এছাড়াও সংসদ ভবনের সেন্ট্রাল হলে আম্বেদকরের প্রতিকৃতির সামনে পুষ্পস্তবক অর্পণ করেন বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য।  রাষ্ট্রপতি একটি ট্যুইট করে বলেন, ‘ডঃ ভীমরাও আম্বেদকর মধ্যপ্রদেশের ১৮৯১ সালের ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি, একজন অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক এবং একজন মানবাধিকার কর্মী ছিলেন তিনি। ভারতবর্ষের অস্পৃশ্যতার বিরুদ্ধে সারাজীবন যুদ্ধ করে গেছেন।’   উল্লেখ্য, মহারাষ্ট্রে এক দলিত পরিবারে ১৮৯১ সালে জন্মগ্রহণ করেন ‘ডঃ ভীমরাও আম্বেদকর। তিনি ছিলেন একজন আইনবিদ এবং অর্থনীতিবিদ। ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা তিনি। আম্বেদকর সারাজীবন সামাজিক বৈষম্যে, হিন্দু সমাজের চারটি বর্ণ এবং ভারতবর্ষের অস্পৃশ্যতা প্রথার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। তিনি ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী।

আরও পড়ুন: মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আম্বেদকরের জন্ম-জয়ন্তীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ১৪ এপ্রিল পালিত হয় আম্বেদকর জয়ন্তী বা ভীম জয়ন্তী। ‘বাবাসাহেব আম্বেদকর’ নামেও পরিচিত ডঃ বি আর আম্বেদকর। এই বিশেষ দিনে জাতির অগ্রগতির কথা স্মরণ করে বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধামমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, ‘ডঃ বাবাসাহেব আম্বেদকরকে তাঁর জন্ম- জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। ভারতের অগ্রগতিতে তিনি অদম্য অবদান রেখেছেন। এটি আমাদের জাতির জন্য তাঁর স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি দিন’। প্রধানমন্ত্রী একটি তাঁর ছোটো ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। যেখানে তিনি তাঁর আগের একটি ভাষণের ভিডিও তুলে ধরেছেন। যে ভিডিওতে প্রধানমন্ত্রী আধুনিক ভারত গড়তে ডঃ আম্বেদকরের অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীকে সেই ভাষণে বলতে শোনা গেছে, ‘বাবা সাহেব আম্বেদকর শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন সংকল্পের অপর নাম।

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

তিনি তাঁর সংগ্রামের মধ্যে দিয়ে জীবনের পথে অগ্রসর হয়েছেন।’  সংসদ ভবনের লনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু লোকসভার স্পিকার ওম বিড়লা আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এছাড়াও সংসদ ভবনের সেন্ট্রাল হলে আম্বেদকরের প্রতিকৃতির সামনে পুষ্পস্তবক অর্পণ করেন বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য।  রাষ্ট্রপতি একটি ট্যুইট করে বলেন, ‘ডঃ ভীমরাও আম্বেদকর মধ্যপ্রদেশের ১৮৯১ সালের ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি, একজন অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক এবং একজন মানবাধিকার কর্মী ছিলেন তিনি। ভারতবর্ষের অস্পৃশ্যতার বিরুদ্ধে সারাজীবন যুদ্ধ করে গেছেন।’   উল্লেখ্য, মহারাষ্ট্রে এক দলিত পরিবারে ১৮৯১ সালে জন্মগ্রহণ করেন ‘ডঃ ভীমরাও আম্বেদকর। তিনি ছিলেন একজন আইনবিদ এবং অর্থনীতিবিদ। ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা তিনি। আম্বেদকর সারাজীবন সামাজিক বৈষম্যে, হিন্দু সমাজের চারটি বর্ণ এবং ভারতবর্ষের অস্পৃশ্যতা প্রথার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। তিনি ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী।

আরও পড়ুন: মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর