১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস! আখ্যা পেল আপ

পুবের কলম প্রতিবেদক: জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস। সোমবার এমনটাই ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে শুধু তৃণমূল কংগ্রেসই নয়, জাতীয় দলের তকমা গেল শরদ পওয়ারের এনসিপি এবং সিপিআই দলেরও। অন্যদিকে দিল্লির পর পঞ্জাবের  মসনদ হাসিল করা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে  জাতীয় দলের স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন।

নিয়ম অনুযায়ী, জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য কোনও রাজনৈতিক দলকে চার বা তার বেশি রাজ্যে রাজ্যের দল হিসেবে স্বীকৃতি পেতে হবে। অথবা লোকসভা নির্বাচনে অন্তত ২ শতাংশ  আসন পেতে হবে।

উল্লেখ্য, জাতীয় দলের মর্যাদা সম্পন্ন দল বিভিন্ন সুযোগ-সুবিধার অধিকারী। যেমন, গোটা রাজ্যে একটি সাধারণ দলীয় প্রতীক, পাবলিক ব্রডকাস্টারে নির্বাচনের সময় ফ্রি এয়ারটাইম, নয়াদিল্লিতে পার্টি অফিসের জন্য জায়গা পাওয়া সহ একাধিক সুবিধা জাতীয় তকমা পাওয়া দলগুলি পেয়ে থাকে।

প্রসঙ্গত,২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে ২০১৬ সালে জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটে আশানুরূপ  ফল  হয়নি। ৩৪ থেকে কমে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ২২৷ গোয়া, ত্রিপুরার মতো রাজ্যে ভোটে লড়েও প্রত্যাশিত ফল পেতে ব্যর্থ হয় ঘাসফুল শিবির৷ যদিও মেঘালয়ে তুলনামূলক ভাল ফল হয় তৃণমূলের৷

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নিউ আলিপুর-সহ পাঁচ জায়গায় ভোর থেকে সিবিআইয়ের তল্লাশি, মোতায়েন বাড়তি বাহিনী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস! আখ্যা পেল আপ

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস। সোমবার এমনটাই ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে শুধু তৃণমূল কংগ্রেসই নয়, জাতীয় দলের তকমা গেল শরদ পওয়ারের এনসিপি এবং সিপিআই দলেরও। অন্যদিকে দিল্লির পর পঞ্জাবের  মসনদ হাসিল করা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে  জাতীয় দলের স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন।

নিয়ম অনুযায়ী, জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য কোনও রাজনৈতিক দলকে চার বা তার বেশি রাজ্যে রাজ্যের দল হিসেবে স্বীকৃতি পেতে হবে। অথবা লোকসভা নির্বাচনে অন্তত ২ শতাংশ  আসন পেতে হবে।

উল্লেখ্য, জাতীয় দলের মর্যাদা সম্পন্ন দল বিভিন্ন সুযোগ-সুবিধার অধিকারী। যেমন, গোটা রাজ্যে একটি সাধারণ দলীয় প্রতীক, পাবলিক ব্রডকাস্টারে নির্বাচনের সময় ফ্রি এয়ারটাইম, নয়াদিল্লিতে পার্টি অফিসের জন্য জায়গা পাওয়া সহ একাধিক সুবিধা জাতীয় তকমা পাওয়া দলগুলি পেয়ে থাকে।

প্রসঙ্গত,২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে ২০১৬ সালে জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটে আশানুরূপ  ফল  হয়নি। ৩৪ থেকে কমে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ২২৷ গোয়া, ত্রিপুরার মতো রাজ্যে ভোটে লড়েও প্রত্যাশিত ফল পেতে ব্যর্থ হয় ঘাসফুল শিবির৷ যদিও মেঘালয়ে তুলনামূলক ভাল ফল হয় তৃণমূলের৷