০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলায় ‘ভুতুড়ে ভোটার’ রুখতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

সুস্মিতা
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 32

পুবের কলম প্রতিবেদক : অনলাইনে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে। এই প্রক্রিয়ায় ভিন রাজ্যের ভুতুড়ে ভোটারদের বাংলায় ঢুকিয়ে বিধানসভা ভোটে জেতার ছক কষছে বিজেপি। বুধবার বাজেট পেশের পরেই এই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভুতুড়ে ভোটারদের ধরতে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশমতো নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, যাতে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া কোনোভাবেই অনলাইনের মাধ্যমে ভোটার তালিকায় নাম না অন্তর্ভুক্ত হয়, সেই দাবি নিয়েই তাঁরা নির্বাচন কমিশনে যাবেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামাত্র এই অভিযোগ নস্যাত করে তৃণমূলের বিরুদ্ধেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেন। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে শুভেন্দুবাবু বলেন, ১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটার ধরেছি। বিধানসভা ভোটের আগে ডিলিট করাবো।

চলতি বাজেট অধিবেশনে বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক থেকেই মমতা ব্যানার্জি অভিযোগ করছেন| অনলাইনের মাধ্যমে ভিনরাজ্য থেকে ভোটার এনে তালিকায় নাম তোলা হচ্ছে। ভোটার তালিকা মিলিয়ে দেখে নেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে চেকিং করতে নির্দেশ দিয়েছিলেন নেত্রী।
বুধবার বাজেটের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন মহারাষ্ট্র এবং দিল্লিতে অনলাইনের মাধ্যমে ভুতুড়ে ভোটার ঢোকানো হয়েছে। বাংলাতেও অনেকে এসে বসে থাকছেন। প্রতিটা বিধানসভা কেন্দ্রে ২০-৩০ হাজার ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানোর জন্য। এই ভুতুড়ে ভোটারদের জন্যই নির্বাচনের ফলাফল অন্যরকম হয়ে যাচ্ছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি এই অংকটা অনেকে কষতে পারছে না। অনেকে দেরিতে অংক কষে। তবে বাংলায় এইভাবে অংক করে ভোট দখল করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
ভূতুড়ে ভোটার ধরার বিষয়টি নজরে আনতেই এবার নির্বাচন কমিশনে গিয়ে অনলাইনের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কারচুপির বিষয়টি তুলে ধরতে চাইছে তৃণমূল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলায় ‘ভুতুড়ে ভোটার’ রুখতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক : অনলাইনে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে। এই প্রক্রিয়ায় ভিন রাজ্যের ভুতুড়ে ভোটারদের বাংলায় ঢুকিয়ে বিধানসভা ভোটে জেতার ছক কষছে বিজেপি। বুধবার বাজেট পেশের পরেই এই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভুতুড়ে ভোটারদের ধরতে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশমতো নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, যাতে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া কোনোভাবেই অনলাইনের মাধ্যমে ভোটার তালিকায় নাম না অন্তর্ভুক্ত হয়, সেই দাবি নিয়েই তাঁরা নির্বাচন কমিশনে যাবেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামাত্র এই অভিযোগ নস্যাত করে তৃণমূলের বিরুদ্ধেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেন। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে শুভেন্দুবাবু বলেন, ১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটার ধরেছি। বিধানসভা ভোটের আগে ডিলিট করাবো।

চলতি বাজেট অধিবেশনে বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক থেকেই মমতা ব্যানার্জি অভিযোগ করছেন| অনলাইনের মাধ্যমে ভিনরাজ্য থেকে ভোটার এনে তালিকায় নাম তোলা হচ্ছে। ভোটার তালিকা মিলিয়ে দেখে নেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে চেকিং করতে নির্দেশ দিয়েছিলেন নেত্রী।
বুধবার বাজেটের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন মহারাষ্ট্র এবং দিল্লিতে অনলাইনের মাধ্যমে ভুতুড়ে ভোটার ঢোকানো হয়েছে। বাংলাতেও অনেকে এসে বসে থাকছেন। প্রতিটা বিধানসভা কেন্দ্রে ২০-৩০ হাজার ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানোর জন্য। এই ভুতুড়ে ভোটারদের জন্যই নির্বাচনের ফলাফল অন্যরকম হয়ে যাচ্ছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি এই অংকটা অনেকে কষতে পারছে না। অনেকে দেরিতে অংক কষে। তবে বাংলায় এইভাবে অংক করে ভোট দখল করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
ভূতুড়ে ভোটার ধরার বিষয়টি নজরে আনতেই এবার নির্বাচন কমিশনে গিয়ে অনলাইনের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কারচুপির বিষয়টি তুলে ধরতে চাইছে তৃণমূল।