পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দায়িত্ব গ্রহণের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ নাগরিক তাঁর কার্যক্রমে অসন্তুষ্ট। চলতি বছরের মে মাসে এই হার ছিল ৫২ শতাংশ।
জরিপে দেখা যায়, সমর্থন হারিয়ে জনপ্রিয়তা কমলেও ট্রাম্পের প্রতি সমর্থন স্থিতিশীল রয়েছে প্রায় ৪০ শতাংশের কাছে, যা কয়েক মাস ধরেই অপরিবর্তিত।
টানা ছয় দিন ধরে পরিচালিত অনলাইন এই জরিপে যুক্তরাষ্ট্রজুড়ে ১,২০০ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। তাদের সামনে শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে মতামত প্রকাশ ও আগামী ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ভোটদানে আগ্রহ সম্পর্কেও প্রশ্ন তোলা হয়।
জরিপে উঠে এসেছে, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রবল আগ্রহ তৈরি হয়েছে।
এ ছাড়া ৭৯ শতাংশ ডেমোক্র্যাট জানিয়েছেন, ভোট দিতে না পারলে তাঁদের আফসোস থাকবে। রিপাবলিকানদের মধ্যে এমন মনোভাব রয়েছে ৬৮ শতাংশের।
সম্প্রতি ভার্জিনিয়া, নিউজার্সি ও নিউইয়র্কে গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ও তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
বর্তমানে দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থা (শাটডাউন) শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই শেষ হয় এই জরিপ।























