দু’বছর পর আইপিএলে রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারী সহ বাংলার ১৪ জন
- আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ এবার আইপিএলে নতুন চমক হতে চলেছে বাংলার ১৪ ক্রিকেটার । তার মধ্যেই বড় চমক এবার আইপিএলের আঙিনায় প্রায় চার বছর পর ফিরতে চলেছেন বর্তমান পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী। উল্লেখ্য আইপিএলের আসরে শেষ বার ২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের খেলেছিলেন মনোজ তিওয়ারি। এখনো পর্যন্ত আইপিএলের আসরে মোট ৯৮ টি ম্যাচ খেলেছেন মনোজ তিওয়ারী।
রয়েছে ৭টি সেঞ্চুরি, আইপিএলের ৯৮ টি ম্যাচে একটি উইকেট নিয়েছেন বাংলার এই অলরাউন্ডার। চার বছর পর আইপিএলে ফিরছেন মনোজ। তার ন্যূনতম মূল্য ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা । ৩৬ বছর বয়স্ক বাংলার তৃণমূল বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী শেষবার বাংলার হয়ে খেলেছেন ২০২১ সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে।মনোজ তিওয়ারীর সঙ্গে এবার আইপিএলে সুযোগ পেতে চলেছেন বাংলার ১৪ জন ক্রিকেটার। মুহাম্মদ শামি, ঋদ্ধিমান সাহ্ অভিমুন্য ঈশ্বরন, শ্রীবৎস গোস্বামীসহ ১৪ জন ক্রিকেটার।