পূবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের সেনাবাহিনী ও দেশটির উগ্র জাতীয়তাবাদী যোদ্ধারা আত্মসমর্পণ না করা পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ সূর্যাস্তের আগেই এই সংঘাত বন্ধ হতে পারে যদি কিয়েভ তার উগ্র জাতীয়তাবাদীদের অস্ত্র সমর্পণ করতে বলে এবং মস্কোর দাবিগুলো মেনে নেয়।’
পেসকভ আরও বলেন, ইউক্রেন সরকার রাশিয়ার দাবিগুলো মেনে নিলে সব কিছু আগের অবস্থায় ফিরে যাবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্রের কথায়, ‘এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের কল্পনা ও অনুমান। আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমনটি বলেছেন, ইউক্রেনে আমাদের সামরিক অভিযান পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।’
সাংবাদিকরা এ সময় প্রশ্ন করেন, ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার কোনও সময়সীমা মস্কো নির্ধারণ করেছে কি না। উত্তরে পেসকভ স্পষ্ট ‘না’ বলেন। চলতি বছরের শেষ নাগাদ চলমান সংঘাত থেমে যাবে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যে মন্তব্য করেছেন, সে-সম্পর্কে বলতে গিয়ে দিমিত্রি পেসকভ রাশিয়ার পরিকল্পনার কথা জানান।
































