০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি

সুস্মিতা
  • আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
  • / 95

পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরব আবারও উমরাহ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারী বিদেশি নাগরিক;ট্যুরিস্ট, কর্ম, পারিবারিক, ট্রানজিট বা ব্যক্তিগত;সবাই উমরাহ পালন করতে পারবেন।

সউদি প্রেস এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, মুসলমানদের জন্য উমরাহ পালনের প্রক্রিয়াকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। সউদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী দেশটি চায়, ধর্মীয় ও আধ্যাত্মিক পর্যটনকে আরও প্রসারিত করতে।

আরও পড়ুন: বিয়ের আগেই সউদিতে রোনাল্ডোকে উট উপহার

ফলে এখন যে কেউ বৈধ ভিসা নিয়ে সউদি আরবে প্রবেশ করলে আলাদা উমরাহ ভিসা ছাড়াই উমরাহ পালন করতে পারবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য উমরাহ যাত্রাকে আরও সহজ ও প্রশান্তিময় করে তুলতে চায় সউদি আরব।

আরও পড়ুন: সউদি আরবে ভারতীয়দের কাজের ভিসা বাতিল কেন?

একই সঙ্গে তারা জানিয়েছে, সরকার ‘নুসুক উমরাহ’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে অনলাইনে প্যাকেজ নির্বাচন, পারমিট সংগ্রহ ও বিভিন্ন সেবা বুক করা যাবে। উল্লেখযোগ্যভাবে, কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর আসে যে ট্যুরিস্ট ভিসায় আর উমরাহ পালন করা যাবে না।

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

তবে সর্বশেষ ঘোষণায় সেই বিভ্রান্তির অবসান ঘটাল সউদি কর্তৃপক্ষ। তারা স্পষ্ট জানিয়েছে, যতদিন ভিসা বৈধ থাকবে, ততদিন সেই ভিসাধারী উমরাহ করতে পারবেন। তবে কিছু শর্তও থাকছে। এখন থেকে ওমরাহ ভিসা বা অন্য যেকোনো ভিসার আবেদন করার সময় অনুমোদিত হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থার নিশ্চয়তা দিতে হবে। এসব বুকিং করতে হবে সরকারি অনুমোদিত ‘নুসুক মসার’ প্ল্যাটফর্মের মাধ্যমে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি

আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরব আবারও উমরাহ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারী বিদেশি নাগরিক;ট্যুরিস্ট, কর্ম, পারিবারিক, ট্রানজিট বা ব্যক্তিগত;সবাই উমরাহ পালন করতে পারবেন।

সউদি প্রেস এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, মুসলমানদের জন্য উমরাহ পালনের প্রক্রিয়াকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। সউদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী দেশটি চায়, ধর্মীয় ও আধ্যাত্মিক পর্যটনকে আরও প্রসারিত করতে।

আরও পড়ুন: বিয়ের আগেই সউদিতে রোনাল্ডোকে উট উপহার

ফলে এখন যে কেউ বৈধ ভিসা নিয়ে সউদি আরবে প্রবেশ করলে আলাদা উমরাহ ভিসা ছাড়াই উমরাহ পালন করতে পারবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য উমরাহ যাত্রাকে আরও সহজ ও প্রশান্তিময় করে তুলতে চায় সউদি আরব।

আরও পড়ুন: সউদি আরবে ভারতীয়দের কাজের ভিসা বাতিল কেন?

একই সঙ্গে তারা জানিয়েছে, সরকার ‘নুসুক উমরাহ’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে অনলাইনে প্যাকেজ নির্বাচন, পারমিট সংগ্রহ ও বিভিন্ন সেবা বুক করা যাবে। উল্লেখযোগ্যভাবে, কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর আসে যে ট্যুরিস্ট ভিসায় আর উমরাহ পালন করা যাবে না।

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

তবে সর্বশেষ ঘোষণায় সেই বিভ্রান্তির অবসান ঘটাল সউদি কর্তৃপক্ষ। তারা স্পষ্ট জানিয়েছে, যতদিন ভিসা বৈধ থাকবে, ততদিন সেই ভিসাধারী উমরাহ করতে পারবেন। তবে কিছু শর্তও থাকছে। এখন থেকে ওমরাহ ভিসা বা অন্য যেকোনো ভিসার আবেদন করার সময় অনুমোদিত হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থার নিশ্চয়তা দিতে হবে। এসব বুকিং করতে হবে সরকারি অনুমোদিত ‘নুসুক মসার’ প্ল্যাটফর্মের মাধ্যমে।