আপ-বিজেপির বাদানুবাদ! তৃতীয়বারের জন্য ভেস্তে গেল দিল্লির মেয়র নির্বাচন প্রক্রিয়া
ইমামা খাতুন
- আপডেট :
৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
- / 26
পুবের কলম ওয়েবডেস্ক: ফের ভেস্তে গেল দিল্লির মেয়র নির্বাচন। আপ-বিজেপির মধ্যে বাদানুবাদের জেরে স্থগিত হয় নির্বাচন। এই নিয়ে তিনবার মেয়র নির্বাচনের প্রক্রিয়া ভেস্তে গেল।
এর আগে দু’বার মেয়র নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু দু’পক্ষের হাতাহাতি, মারামারিতে দু’বারই মেয়র নির্বাচন স্থগিত হয়ে যায়।
সোমবার তৃতীয় বার নির্বাচনের জন্য দু’দলকে ডাকা হয়েছিল। কিন্তু এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায়, মেয়র নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
প্রথম বার দিল্লি পুরনিগমের অধিবেশন ডাকা হয় ৬ জানুয়ারি। দিল্লির নবনির্বাচিত মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলরদের শপথগ্রহণের আগে ঝামেলা হওয়ায় স্থগিত হয়েছিল দিল্লির মেয়র নির্বাচন। দ্বিতীয় বার অধিবেশন ডাকা হয় ২৪ জানুয়ারি। কিন্তু সে বারও দু’পক্ষের মধ্যে হাতাহাতির জেরে এই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। তারপর আজকেও স্থগিত হয়ে যায় মেয়র নির্বাচন প্রক্রিয়া।
উল্লেখ্য, পুর নির্বাচনে আম আদমি পার্টিকে কড়া টক্কর দিলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরেই থমকে গিয়েছিল বিজেপি। এই আবহে প্রাথমিক ভাবে মেয়র নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছিল বিজেপি। তবে পরবর্তীতে গেরুয়া শিবির জানায়, তারা মেয়র নির্বাচনে অংশ নেবে।
প্রসঙ্গত, বিগত ১৫ বছর ধরে দিল্লি পুরনিগম দখলে রয়েছে বিজেপির। এতবছর অবশ্য দিল্লি পুরনিগম তিন ভাগে বিভক্ত ছিল। ২০১২ সালের পর এই প্রথম ফের অভিবক্ত দিল্লি পুরনিগমের ভোট হয়। আর এই প্রথম পুরনির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে দেয় আম আদমি পার্টি। ২৫০ ওয়ার্ডের দিল্লি পুরসভায় আম আদমি পার্টি জিতেছে ১৩৪টি ওয়ার্ড। বিজেপির ঝুলিতে গিয়েছে ১০৪টি ওয়ার্ড। এদিকে লেফটেন্যান্ট গভর্নর ১০ জনকে মনোনীত করেছেন। এদিকে ইলেক্টোরাল কলেজে আম আদমি পার্টির কাছে ১৫০ জনের সমর্থন রয়েছে। অপরদিকে বিজেপির সঙ্গে সমর্থন রয়েছে ১১৩ জনের।