উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ
- আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 271
ইনামুল হক : উত্তরপ্রদেশের বাসিন্দা সনু। বাড়ি থেকে ৬ মাস আগে বেরিয়ে আসে। বাড়ির লোক তাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি। মাঝখানে কেটে গেছে ছটা মাস। সে ঘুরতে ঘুরতে ভুল করে চলে আস উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে।
স্থানীয় মানুষ জন তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে খবর দেন পুলিশে। তাকে উদ্ধার করে বাড়ির ঠিকানা জানার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে উপযুক্ত নথিপত্র ছবি পাঠায়। তারপর পরিবারের সদস্যরা তার উপযুক্ত কাগজপত্র হিঙ্গলগঞ্জ থানার পাঠায়।
মঙ্গলবার তার পিতা রমেশ, মা ও বড় ভাই খবর পেয়ে ছুটে আসেন হিঙ্গলগঞ্জ থানায়। এতদিন পরে সনুকে তার পরিবারের হাতে তুলে দেওয়ায় হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে তাকে ফিরে পেয়ে মা বাবা ও বড় ভাই খুশি হয়ে হিঙ্গলগঞ্জ থানাকে ধন্যবাদ জানায়।





















































