০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সৌরভ কে জন্মদিনে শুভেচ্ছা জানালেন না বিরাট, জোর জল্পনা ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ জুলাই ২০২২, শনিবার
  • / 93

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ৮ জুলাই ছিল বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ৫০ এ পা দিলেন মহারাজ। কিন্তু দাদার জন্মদিনে কোন শুভেচ্ছা না জানিয়ে আশ্চর্যজনক নীরবতা পালন করেছেন বিরাট কোহলি। যেখানে শচীন তেন্ডুলকার প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানাতে স্বয়ং উড়ে গিয়েছেন লন্ডন। যুবরাজ হরভজন, শেহবাগ সকলেই উজাড় করে দিয়েছেন শুভেচ্ছা। সেখনে বিরাট কেন চুপ?

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির


মাত্র ২৪ ঘন্টা আগেই তাঁর টুইটার হ্যান্ডল থেকে ভেসে এসেছিল ধোনির জন্মদিনে করা স্বতস্ফূর্ত উইশ। সরাসরি ধোনিকে ‘বড়দা’ সম্ভোধন করে টুইটারে লিখে দিয়েছিলেন, “সকলের থেকে আলাদা একজন নেতা। ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ, তার জন্য ধন্যবাদ। তুমি অনেকটা আমার কাছে বড় ভাইয়ের মত। তোমার জন্য সবসময় ভালোবাসা এবং শ্রদ্ধা বরাদ্দ থাকবে। হ্যাপি বার্থডে ক্যাপ্টেন।”

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

ক্রিকেট বিশেষজ্ঞদের কথায় একদিনের ক্রিকেটে অধিনায়ক পদ থেকে বিরাট কে সরিয়ে দেওয়ার পর থেকেই দুজনের সম্পর্কে আরও অবনতি হয়েছে। সৌরভের দাবি ছিল, টি২০ নেতৃত্ব ছাড়ার আগে বোর্ডের তরফে কোহলিকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। তবে কোহলিই নাকি তাতে সাড়া দেননি।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

কোহলি পাল্টা বলেন এরকম কোন প্রস্তাব ভারতীয় বোর্ড তাঁকে দেয়নি। এরপর বিরাট কে সরিয়ে দেওয়া হয় একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে। পাল্টা বিরাটও দক্ষিণ আফ্রিকার গিয়ে প্ৰথম টেস্টের পরেই লাল বলের ফরম্যাটে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেন।

সেই ক্ষত কি এখনও টাটকা, তাই বিরাট সৌরভের জন্মদিনে শুভেচ্ছা না জানিযে নিশ্চুপ থাকলেন

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌরভ কে জন্মদিনে শুভেচ্ছা জানালেন না বিরাট, জোর জল্পনা ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে

আপডেট : ৯ জুলাই ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ৮ জুলাই ছিল বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ৫০ এ পা দিলেন মহারাজ। কিন্তু দাদার জন্মদিনে কোন শুভেচ্ছা না জানিয়ে আশ্চর্যজনক নীরবতা পালন করেছেন বিরাট কোহলি। যেখানে শচীন তেন্ডুলকার প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানাতে স্বয়ং উড়ে গিয়েছেন লন্ডন। যুবরাজ হরভজন, শেহবাগ সকলেই উজাড় করে দিয়েছেন শুভেচ্ছা। সেখনে বিরাট কেন চুপ?

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির


মাত্র ২৪ ঘন্টা আগেই তাঁর টুইটার হ্যান্ডল থেকে ভেসে এসেছিল ধোনির জন্মদিনে করা স্বতস্ফূর্ত উইশ। সরাসরি ধোনিকে ‘বড়দা’ সম্ভোধন করে টুইটারে লিখে দিয়েছিলেন, “সকলের থেকে আলাদা একজন নেতা। ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ, তার জন্য ধন্যবাদ। তুমি অনেকটা আমার কাছে বড় ভাইয়ের মত। তোমার জন্য সবসময় ভালোবাসা এবং শ্রদ্ধা বরাদ্দ থাকবে। হ্যাপি বার্থডে ক্যাপ্টেন।”

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

ক্রিকেট বিশেষজ্ঞদের কথায় একদিনের ক্রিকেটে অধিনায়ক পদ থেকে বিরাট কে সরিয়ে দেওয়ার পর থেকেই দুজনের সম্পর্কে আরও অবনতি হয়েছে। সৌরভের দাবি ছিল, টি২০ নেতৃত্ব ছাড়ার আগে বোর্ডের তরফে কোহলিকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। তবে কোহলিই নাকি তাতে সাড়া দেননি।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

কোহলি পাল্টা বলেন এরকম কোন প্রস্তাব ভারতীয় বোর্ড তাঁকে দেয়নি। এরপর বিরাট কে সরিয়ে দেওয়া হয় একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে। পাল্টা বিরাটও দক্ষিণ আফ্রিকার গিয়ে প্ৰথম টেস্টের পরেই লাল বলের ফরম্যাটে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেন।

সেই ক্ষত কি এখনও টাটকা, তাই বিরাট সৌরভের জন্মদিনে শুভেচ্ছা না জানিযে নিশ্চুপ থাকলেন