ভোট গণনার দিন পরিবর্তন, সিকিম ও অরুণাচল প্রদেশে ভোট গণনা ২ জুন

- আপডেট : ১৭ মার্চ ২০২৪, রবিবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: ভোট ঘোষণার একদিনের মধ্যে পরিবর্তন হল ভোট গণনার দিন। ভোট গণনার দিন পরিবর্তন করল নির্বাচন কমিশন। সিকিম ও অরুণাচল প্রদেশে বিধানসভার ভোটগণনার দিন ঘোষণা করা হয়েছিল ৪ জুন। সেই দিন পরিবর্তন করে ২ জুন ভোট গণনা হবে বলে জানাল কমিশন। রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ২ জুন ওই দুই রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই ভোট পর্ব শেষ করতে হয়। তাই ভোট গণনার দিন পরিবর্তন করা হল। তবে সেখানে লোকসভা ভোটের গণনা ৪ জুনই হবে।
উল্লেখ্য, শনিবারই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। একইসঙ্গে চার রাজ্যে বিধানসভা ভোটের দিনও ঘোষণা করা হয়। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি সিকিম এবং অরুণাচল প্রদেশ রাজ্যে বিধানসভা ভোট হবে। অরুণাচল প্রদেশে বিধানসভা ভোট হবে ১৯ এপ্রিল এবং সিকিমে ভোট হবে ১৯ এপ্রিল।