২২ জুন ২০২৫, রবিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আমরা পশ্চিমা বিশ্বের দাস নই: ইমরান খান

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 63

পুবের কলম ওয়েবডেস্ক : ইসলামাবাদে নিযুক্ত পশ্চিমা দূতরা গত সপ্তাহে একটি সম্মিলিত বিবৃতি দিয়েছিল। তাতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে পাকিস্তানকে নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছিল। সেই ডাকের মোক্ষম জবাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী ইমরান খান তাঁদের সমালোচনা করে বলেছেন, ‘তাঁরা কি ভাবেন, আমরা তাঁদের দাস?’

 

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

গত ১ মার্চ ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোসহ ইসলামাবাদের ২২টি কূটনীতিক মিশন একটি যৌথ বিবৃতি দেয়। ওই বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন দেওয়ার আহ্বান জানান পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা। এর জবাবে ইমরান খান এক রাজনৈতিক সমাবেশে বলেন, ‘আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনারা যা করতে বলবেন, আমরা তাই করব।’ সংখ্যাগরিষ্ঠ সদস্যদেশের সমর্থনে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবটি পাস হলেও পাকিস্তান ভোটদানে বিরত ছিল। ভারতও ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল জানিয়ে ইমরান বলেন, ‘আমি ইইউ দূতদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ভারতেও এমন বিবৃতি দিতে পারবেন।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় ভারত যা করে আসছে, তার জন্য তো ইউরোপীয় দেশগুলো নিন্দা জানায় না। ইমরান বলেন, ‘আফগানিস্তানে পশ্চিমা জোট ন্যাটোকে সমর্থন দেওয়ার ফলে পাকিস্তান ভুক্তভোগী হলেও কৃতজ্ঞতার পরিবর্তে আমাদের সমালোচিত হতে হয়েছে।’

আরও পড়ুন: পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার এনআইএ-র জালে সিআরপিএফ জওয়ান!

আমরা পশ্চিমা বিশ্বের দাস নই: ইমরান খান

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’

প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাতে যাচ্ছে, পশ্চিমাদের এমন আশঙ্কার মধ্যেই ফেব্রুয়ারির শেষ দিকে মস্কো সফরে গিয়ে ইমরান ও তাঁর সরকার আলোচনায় আসে। ইমরান খান মস্কো গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা পরই রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালাতে সেনাদের নির্দেশ দেন। পাক প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেন ইস্যুতে পাকিস্তান নিরপেক্ষ অবস্থানে থাকবে এবং যারা ইউক্রেন যুদ্ধ বন্ধে চেষ্টা চালাচ্ছে, তাদের সঙ্গে কাজ করবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমরা পশ্চিমা বিশ্বের দাস নই: ইমরান খান

আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইসলামাবাদে নিযুক্ত পশ্চিমা দূতরা গত সপ্তাহে একটি সম্মিলিত বিবৃতি দিয়েছিল। তাতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে পাকিস্তানকে নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছিল। সেই ডাকের মোক্ষম জবাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী ইমরান খান তাঁদের সমালোচনা করে বলেছেন, ‘তাঁরা কি ভাবেন, আমরা তাঁদের দাস?’

 

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

গত ১ মার্চ ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোসহ ইসলামাবাদের ২২টি কূটনীতিক মিশন একটি যৌথ বিবৃতি দেয়। ওই বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন দেওয়ার আহ্বান জানান পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা। এর জবাবে ইমরান খান এক রাজনৈতিক সমাবেশে বলেন, ‘আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনারা যা করতে বলবেন, আমরা তাই করব।’ সংখ্যাগরিষ্ঠ সদস্যদেশের সমর্থনে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবটি পাস হলেও পাকিস্তান ভোটদানে বিরত ছিল। ভারতও ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল জানিয়ে ইমরান বলেন, ‘আমি ইইউ দূতদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ভারতেও এমন বিবৃতি দিতে পারবেন।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় ভারত যা করে আসছে, তার জন্য তো ইউরোপীয় দেশগুলো নিন্দা জানায় না। ইমরান বলেন, ‘আফগানিস্তানে পশ্চিমা জোট ন্যাটোকে সমর্থন দেওয়ার ফলে পাকিস্তান ভুক্তভোগী হলেও কৃতজ্ঞতার পরিবর্তে আমাদের সমালোচিত হতে হয়েছে।’

আরও পড়ুন: পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার এনআইএ-র জালে সিআরপিএফ জওয়ান!

আমরা পশ্চিমা বিশ্বের দাস নই: ইমরান খান

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’

প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাতে যাচ্ছে, পশ্চিমাদের এমন আশঙ্কার মধ্যেই ফেব্রুয়ারির শেষ দিকে মস্কো সফরে গিয়ে ইমরান ও তাঁর সরকার আলোচনায় আসে। ইমরান খান মস্কো গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা পরই রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালাতে সেনাদের নির্দেশ দেন। পাক প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেন ইস্যুতে পাকিস্তান নিরপেক্ষ অবস্থানে থাকবে এবং যারা ইউক্রেন যুদ্ধ বন্ধে চেষ্টা চালাচ্ছে, তাদের সঙ্গে কাজ করবে।