বন্দুক সহিংসতা রুখতে অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস আমেরিকায়

- আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্ক: বন্দুক সহিংসতা মোকাবিলায় মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে। প্রস্তাবিত বিলে সেমি অটোমেটিক বা অটোমেটিক স্বয়ংক্রিয় বন্দুক কেনার বয়সসীমা বাড়ানো হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে অতিরিক্ত গোলাবারুদ ক্রয়ও। তবে নিম্নকক্ষে পাস হলেও বিলটি বরাবরের মতো সিনেটে আটকে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি মার্কিন মুলুকে বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ায় ক্রমেই জোরালো হয়ে ওঠে অস্ত্র নিয়ন্ত্র আইন সংস্কারের দাবি। এরই ধারাবাহিকতায় বুবার মার্কিন প্রতিনিধি পরিষদে তোলা হয় ‘প্রোটেক্টিং আওয়ার কিডস অ্যাক্ট’ নামক প্রস্তাবিত নতুন অস্ত্র নিয়ন্ত্র বিল। পরে এক ভোটাভুটিতে বিলটিকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয় প্রতিনিধি পরিষদ। প্রস্তাবিত বিলে সেমি অটোমেটিক বন্দুক কেনার বয়সসীমা বাড়ানো হয়েছে। এমনকী নির্দিষ্ট পরিমাণে বাইরে অতিরিক্ত গোলাবারুদ কেনার ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষধাজ্ঞা। তবে মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলেও শেষপর্যন্ত এটি সিনেটে আটকে যেতে পারে বলে আশঙ্কা করছেন আইন বিশেষজ্ঞরা। এ দিকে এই বিল পাসের আগে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন কংগ্রেসের বেশকিছু সদস্য। বুধবার ক্যাপিটল হিলের সামনে জড়ো হয়ে আইন পাসে জোর দাবি জানিয়ে তারা বলেন, অনেকদিন ধরেই আইন প্রণেতারা বন্দুক উৎপাদন ও বন্দুক ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কংগ্রেসের কার্যক্রমে বাধা দিয়ে আসছেন। অস্ত্রের সহজলভ্যতাই আমেরিকায় বন্দুক হামলায় শিশু-কিশোরদের প্রাহানির প্রান কার। দীর্ঘদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের কথা বলা হলেও সম্প্রতি আমেরিকার বাফেলো, নিউ ইয়র্ক, ইউলভালদে এবং টেক্সাসে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এই দাবি আরও জোরালো হয়। নতুন আইন পাসের দাবিতে সরব হয় বিভিন্ন মহল। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এ আইন সংস্কারের পক্ষে অবস্থান নেন। এর আগে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল আা স্বয়ংক্রিয় রাইফেল কেনার বয়স বাড়িয়ে ১৮ থেকে ২১ বছর করেছেন।