২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে…….

চামেলি দাস
- আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
- / 187
পুবের কলম ওয়েবডস্ক: কেরলে বর্ষা ঢুকে গেছে সময়ের একটু আগেই। বাংলায়ও বর্ষা ঢুকবে ঢুকবে করছে। তবে নিম্নচাপের প্রভাবে মেঘের মুখ ভার। কখনও গোমরা মুখ তো কখনও রোদ ঝলমলে হাসি। রৌদ্র ও মেঘের লুকোচুরি খেলায় কার না মন মজে। আকাশও ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। কখন রোদ ঝলমলে তো কখনও ঘন কালো। সেই লুকোচুরি খেলা দেখে দিশেহারা মন । গেয়ে ওঠে এমন দিনে তারে বলা যায়….

মনের ভিতর যখন উথালি-পাথালি তখন নীল ঘন অঞ্চল আরও চঞ্চল করে তোলে।
