১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কার কাছে কতগুলি পারমাণবিক বোমা?

ইমামা খাতুন
  • আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার
  • / 100

প্রতীকী ছবি

বিশেষ প্রতিবেদন­ : ১৯৮০-র দশকে ৬৪ হাজারেরও বেশি পরমাণু বোমা ছিল বিশ্বে। আন্তর্জাতিক চুক্তির কারণে এই সংখ্যা আজ অনেকটাই কমেছে। কিন্তু অনেক দেশে এখনও প্রচুর পারমাণবিক অস্ত্র রয়েছে যার ব্যবহারে মুহূর্তে ধ্বংস হয়ে যাতে পারে সবকিছু। এসব বোমার সংখ্যা কমানোর চেষ্টা চলছে। কোন দেশের কাছে কতগুলি পরমাণু বোমা আছে তা জেনে নেওয়া যাক।

 

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

রাশিয়ার কাছে ৬৩৭৫টি

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৬৩৭৫টি। ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

 

আমেরিকার কাছে ৫৮০০টি

আমেরিকাই প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং আমেরিকাই একমাত্র দেশ যারা যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করেছে। দেশটির কাছে এখন ৫৮০০টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে।

 

চিনের কাছে ৩৫০টি

৩৫০টি পারমাণবিক বোমা আছে চিনের যা রাশিয়া বা আমেরিকার তুলনায় অনেকটাই কম। তবে ধীরে ধীরে দেশটি এই সংখ্যা বাড়াচ্ছে৷

 

ফ্রান্সের কাছে ২৯০টি

ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে ২৯০টি৷ এগুলির অধিকাংশই রয়েছে সাবমেরিনে৷ দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পরমাণু বোমা নিয়ে টহল দেয়৷

 

ব্রিটেনের কাছে ২১৫টি

২১৫টি পরমাণু বোমা রয়েছে ব্রিটেনের কাছে৷ ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি।

 

ইসরাইলের কাছে ৯০টি

নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে কিছুই প্রকাশ করে না ইসরাইল৷ যদিও দেশটির কাছে ৯০টি পারমাণবিক ‘ওয়ারহেড’ আছে বলে উল্লেখ করেছে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট৷

 

পাকিস্তান-ভারতও শক্তিশালী

প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান৷ দেশটির কাছে আছে ১৬০টি পরমাণু বোমা৷ সাম্প্রতিক সময়ে এই সংখ্যা বাড়িয়েছে দেশটি৷ পারমাণবিক বোমার সংখ্যা বাড়াচ্ছে ভারতও৷ দেশটি প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে৷ ভারতের কাছে এখন ১৫০টি পরমাণু বোমা রয়েছে৷

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কার কাছে কতগুলি পারমাণবিক বোমা?

আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার

বিশেষ প্রতিবেদন­ : ১৯৮০-র দশকে ৬৪ হাজারেরও বেশি পরমাণু বোমা ছিল বিশ্বে। আন্তর্জাতিক চুক্তির কারণে এই সংখ্যা আজ অনেকটাই কমেছে। কিন্তু অনেক দেশে এখনও প্রচুর পারমাণবিক অস্ত্র রয়েছে যার ব্যবহারে মুহূর্তে ধ্বংস হয়ে যাতে পারে সবকিছু। এসব বোমার সংখ্যা কমানোর চেষ্টা চলছে। কোন দেশের কাছে কতগুলি পরমাণু বোমা আছে তা জেনে নেওয়া যাক।

 

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

রাশিয়ার কাছে ৬৩৭৫টি

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৬৩৭৫টি। ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

 

আমেরিকার কাছে ৫৮০০টি

আমেরিকাই প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং আমেরিকাই একমাত্র দেশ যারা যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করেছে। দেশটির কাছে এখন ৫৮০০টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে।

 

চিনের কাছে ৩৫০টি

৩৫০টি পারমাণবিক বোমা আছে চিনের যা রাশিয়া বা আমেরিকার তুলনায় অনেকটাই কম। তবে ধীরে ধীরে দেশটি এই সংখ্যা বাড়াচ্ছে৷

 

ফ্রান্সের কাছে ২৯০টি

ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে ২৯০টি৷ এগুলির অধিকাংশই রয়েছে সাবমেরিনে৷ দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পরমাণু বোমা নিয়ে টহল দেয়৷

 

ব্রিটেনের কাছে ২১৫টি

২১৫টি পরমাণু বোমা রয়েছে ব্রিটেনের কাছে৷ ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি।

 

ইসরাইলের কাছে ৯০টি

নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে কিছুই প্রকাশ করে না ইসরাইল৷ যদিও দেশটির কাছে ৯০টি পারমাণবিক ‘ওয়ারহেড’ আছে বলে উল্লেখ করেছে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট৷

 

পাকিস্তান-ভারতও শক্তিশালী

প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান৷ দেশটির কাছে আছে ১৬০টি পরমাণু বোমা৷ সাম্প্রতিক সময়ে এই সংখ্যা বাড়িয়েছে দেশটি৷ পারমাণবিক বোমার সংখ্যা বাড়াচ্ছে ভারতও৷ দেশটি প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে৷ ভারতের কাছে এখন ১৫০টি পরমাণু বোমা রয়েছে৷