যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত ‘হু’-এর আধিকারিক

- আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত ‘হু’ এর এক আধিকারিক। সাম্প্রতিক বছরগুলিতে অভিযুক্তের বিরুদ্ধে অন্তত তিনটি অভিযোগের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থা বরখাস্তের নির্দেশ দেয়। মুখপাত্র মার্সিয়া পুল সংবাদ সংস্থাকে একটি মেল করে জানিয়েছেন, অভিযুক্তকে শাস্তিসরূপ ‘হু’ থেকে বরখাস্ত করা হয়েছে। তবে অভিযুক্ত টেমো ওয়াকানিভালু তদন্ত এবং প্রশাসনিক প্রক্রিয়া চলাকালীন প্রশাসনিক ছুটিতে ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যৌন হেনন্থার বিরুদ্ধে কাজ করে থাকলেও অভিযুক্ত ফিজিয়ান চিকিৎসক টেমো ওয়াকানিভালুর বিরুদ্ধে সমস্ত তদন্ত গোপন রেখেছে।
তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘হু’ এর অসংক্রামক রোগ বিভাগের কর্মকর্তার নামে ২০১৭ সাল থেকেই তিনটি যৌন হেনস্থার রিপোর্ট সামনে আসে। গত অক্টোবরে বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সময় যৌন নিপীড়নের একটি মামলায়, তার নাম সন্দেহভাজনের তালিকায় আসে। সেই সময় ব্রিটিশ চিকিৎসক রোজি জেমস একটি ট্যুইট করে লিখেছিলেন, তিনি ‘হু’-এর একজন কর্মীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস টুইটে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘খুব সাংঘাতিক ঘটনা। কারণ এই সংস্থায় ‘যৌন নির্যাতনের জন্য শূন্য সহনশীলতা’ ছিল বলে জোর দেওয়া হয়েছিল