সংঘর্ষ বিরতিতে তৃতীয় পক্ষ কেন? সিমলা চুক্তি লঙ্ঘন বললেন আসাদউদ্দিন ওয়াইসি

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 647
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতি নিয়ে প্রশ্ন তুললেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি। যুদ্ধবিরতি হোক বা না হোক, পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিদের খুঁজে বের করতে হবে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াইসি। তিনি লিখেছেন, ” আমাদের প্রধানমন্ত্রী অন্য কোনও দেশের রাষ্ট্রপতির কথা শুনে যুদ্ধবিরতি ঘোষণা না করলেও পারতেন। সিমলা (১৯৭২) চুক্তি মানা হয়নি। আমরা সব সময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করে আসছি। এখন আমরা কেন এটি মেনে নিলাম? আমি আশা করি কাশ্মীর সমস্যা আন্তর্জাতিকীকরণ করা হবে না, কারণ এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়।”
তিনি প্রশ্ন তুলেছেন, “আমরা কেন নিরপেক্ষ ভূখণ্ডে আলোচনা করতে রাজি হচ্ছি? এই আলোচনার এজেন্ডা কী হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি গ্যারান্টি দিচ্ছে যে পাকিস্তান তার ভূখণ্ড সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করবে না?” তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য কি কেবল ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নাকি দীর্ঘমেয়াদী প্রতিরোধ? পাকিস্তান থেকে ভবিষ্যতে সন্ত্রাসী হামলা প্রতিরোধ হবে তো?
সংঘর্ষ বিরতি নিয়ে প্রশ্ন তুললেও আসাদউদ্দিন ওয়াইসি ভারতের সশস্ত্র বাহিনীর প্রতি তার পূর্ণ সমর্থন জানিয়েছেন। সেনা বাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে শহিদ এম মুরলী নায়েক এবং এডিডিসি রাজ কুমার থাপার প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করেন।সীমান্তে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজনৈতিক দল এবং নাগরিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি আশা করি ভারতীয়রা এবং ভারতীয় রাজনৈতিক দলগুলি গত দুই সপ্তাহ থেকে শিক্ষা নেবে, ভারত যখন ঐক্যবদ্ধ থাকে তখন শক্তিশালী হয়, ভারতীয়রা যখন ভারতীয়দের সঙ্গে লড়াই করে তখন আমাদের শত্রুরা লাভবান হয়।” পাকিস্তানকে FATF ধূসর তালিকায় রাখার জন্য ভারতকে চাপ দেওয়ার কথা এদিন আসাদউদ্দিন ওয়াইসি জোরের সঙ্গে বলেন।