বঙ্গে কি আবার ফিরবে শীত, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি? জানাচ্ছে আবহাওয়া দফতর

- আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্কঃ খামখেয়ালী আবহাওয়া দিয়েই শুরু হয়েছে এই বছর। কখনও সুন্দর ঝলমলে রোদ, আবার কখনও নিম্নচাপের প্রভাবে বঙ্গে চলেছে বৃষ্টি। নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জেরে এবার মাঝে মধ্যে জাঁকিয়ে শীত পড়লেও, ফের মেজাজ হারিয়ে শীত।
এই সময়ও আকাশের মুখ ভার। মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে শহরজুড়ে। এবার আবহাওয়া অফিস থেকে জানানো হল, মঙ্গলবারও মেঘলা আকাশ থেকে মুক্তি মিলবে না বঙ্গবাসীর। সোম ও মঙ্গলবার উপকূলের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে কমবে বৃষ্টি। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। আগামী ২৭ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় আগামী ৪৮ ঘন্টা হালকা বৃষ্টি হবে। তার পর আকাশ পরিষ্কার হতে থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। ৪৮ ঘণ্টা পর থেকে আবার রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি কমবে। সেই সঙ্গে আবার বঙ্গে ফিরছে শীত। সামনের সপ্তাহ থেকেই পারদ ক্রমশ নামতে থাকবে।
উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পুর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, সিকিমের উঁচু অংশে রয়েছে তুষারপাতের পূর্বাভাস।