২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে শ্রমজীবি মহিলার নিয়ে নারী দিবস পালন

সুস্মিতা
  • আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার
  • / 884

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : শনিবার সুন্দরবনে শ্রমজীবী নারী দিবস উদযাপন করা হল।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুন্দরবনের কুলতলি বিধানসভার মৈপিঠে এপিডিআর সংগঠনের কুলতলি মৈপিঠ শাখার প্রায় ১৫০ জন মৎস্যজীবী ও মধুসংগ্রহকারী মহিলাদের নিয়ে মৈপিঠের বোসের ঘেরিতে একটি সভা ও মিছিল হয়ে গেল।এদিনের সভায় বক্তব্য রাখেন এলাকার শ্রমজীবী মহিলা আরতী সামন্ত, শান্তিবালা দেবী, দেবারতি হালদার, মহিমা মোল্লা সহ আরো অনেকে।গ্রামীণ মহিলাদের সমস্যা, বন দপ্তরের অত্যাচারের রোমহর্ষক কাহিনী তাঁরা এদিন বর্ণনা করেন।এছাড়া এদিন
বক্তব্য রাখেন এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর, সহ-সম্পাদক আলতাফ আমেদ, রাহুল চক্রবর্তী, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মিঠুন মন্ডল ও কোয়েলী গাঙ্গুলি।এদিনেরসভা ও মিছিল থেকে যে দাবিগুলি উঠে আসে তা হল- শ্রমজীবী নারীদের অধিকার সুনিশ্চিত করতে হবে।সুন্দরবনের নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।বাঘের আক্রমণে নিহত ব্যক্তির স্ত্রী অথবা কন্যাকে পেনশন প্রকল্পের আওতায় আনতে হবে।জঙ্গলের কোর এরিয়া থেকে রান্নার জ্বালানি সংগ্রহ করতে দিতে হবে। প্রয়োজনীয় সকল মৌলীকে মহল পাশ দিতে হবে।মহিলাদের নতুন বিএলসি পাশ দিতে হবে।সুন্দরবনের সমস্ত আদিবাসী মহিলাদের এসটি সার্টিফিকেট দিতে হবে। এদিনের এই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১৫ বছর পর বাড়লো সুন্দরবনের বাঘের সংখ্যা

আরও পড়ুন: সুন্দরবনে বাড়ল মাছরাঙার সংখ্যা

আরও পড়ুন: পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবনে শ্রমজীবি মহিলার নিয়ে নারী দিবস পালন

আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : শনিবার সুন্দরবনে শ্রমজীবী নারী দিবস উদযাপন করা হল।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুন্দরবনের কুলতলি বিধানসভার মৈপিঠে এপিডিআর সংগঠনের কুলতলি মৈপিঠ শাখার প্রায় ১৫০ জন মৎস্যজীবী ও মধুসংগ্রহকারী মহিলাদের নিয়ে মৈপিঠের বোসের ঘেরিতে একটি সভা ও মিছিল হয়ে গেল।এদিনের সভায় বক্তব্য রাখেন এলাকার শ্রমজীবী মহিলা আরতী সামন্ত, শান্তিবালা দেবী, দেবারতি হালদার, মহিমা মোল্লা সহ আরো অনেকে।গ্রামীণ মহিলাদের সমস্যা, বন দপ্তরের অত্যাচারের রোমহর্ষক কাহিনী তাঁরা এদিন বর্ণনা করেন।এছাড়া এদিন
বক্তব্য রাখেন এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর, সহ-সম্পাদক আলতাফ আমেদ, রাহুল চক্রবর্তী, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মিঠুন মন্ডল ও কোয়েলী গাঙ্গুলি।এদিনেরসভা ও মিছিল থেকে যে দাবিগুলি উঠে আসে তা হল- শ্রমজীবী নারীদের অধিকার সুনিশ্চিত করতে হবে।সুন্দরবনের নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।বাঘের আক্রমণে নিহত ব্যক্তির স্ত্রী অথবা কন্যাকে পেনশন প্রকল্পের আওতায় আনতে হবে।জঙ্গলের কোর এরিয়া থেকে রান্নার জ্বালানি সংগ্রহ করতে দিতে হবে। প্রয়োজনীয় সকল মৌলীকে মহল পাশ দিতে হবে।মহিলাদের নতুন বিএলসি পাশ দিতে হবে।সুন্দরবনের সমস্ত আদিবাসী মহিলাদের এসটি সার্টিফিকেট দিতে হবে। এদিনের এই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১৫ বছর পর বাড়লো সুন্দরবনের বাঘের সংখ্যা

আরও পড়ুন: সুন্দরবনে বাড়ল মাছরাঙার সংখ্যা

আরও পড়ুন: পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের