০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রঞ্জিতে খেলবেন যশস্বী

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 76

মুম্বই, ১৩ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি ভারতীয় দলেব ওপেনার যশস্বী জয়সওয়ালের। এতে ক্রিকেট মহল বেশ অবাকই হয়েছে। জাতীয় দলে জায়গা না হওয়ায়, এ বার রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে এই তরুণ তুর্কীকে। রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বই খেলতে নামবে বিদর্ভের বিরুদ্ধে। ১৭ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা ওই ম্যাচে মুম্বইয়ের হয়ে নামবনে যশস্বী।

মুম্বইয়ের প্রধাণ নির্বাচর্ক সঞ্জয় পাতিল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলন, ‘কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে আমাদের (মুম্বই) যে দল খেলেছিল, সেমিফাইনালে সেই একটি টিম থাকছে। শুধু যশস্বীকে এই দলে নেওয়া হয়েছে।’ এ দিকে কোয়ার্টার ফাইনালে চোট পাওয়া সূর্যকুমার যাদবকে নিয়ে চিন্তায় রয়েছে মুম্বই টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

আরও পড়ুন: জলমগ্ন মুম্বই-বিপর্যস্ত জনজীবন, রেড অ্যালার্ট জারি কর্ণাটকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রঞ্জিতে খেলবেন যশস্বী

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

মুম্বই, ১৩ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি ভারতীয় দলেব ওপেনার যশস্বী জয়সওয়ালের। এতে ক্রিকেট মহল বেশ অবাকই হয়েছে। জাতীয় দলে জায়গা না হওয়ায়, এ বার রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে এই তরুণ তুর্কীকে। রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বই খেলতে নামবে বিদর্ভের বিরুদ্ধে। ১৭ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা ওই ম্যাচে মুম্বইয়ের হয়ে নামবনে যশস্বী।

মুম্বইয়ের প্রধাণ নির্বাচর্ক সঞ্জয় পাতিল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলন, ‘কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে আমাদের (মুম্বই) যে দল খেলেছিল, সেমিফাইনালে সেই একটি টিম থাকছে। শুধু যশস্বীকে এই দলে নেওয়া হয়েছে।’ এ দিকে কোয়ার্টার ফাইনালে চোট পাওয়া সূর্যকুমার যাদবকে নিয়ে চিন্তায় রয়েছে মুম্বই টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

আরও পড়ুন: জলমগ্ন মুম্বই-বিপর্যস্ত জনজীবন, রেড অ্যালার্ট জারি কর্ণাটকে