জাপান এবং আরব আমিরাতে ভারতের সর্বদলীয় প্রতিনিধি, অপারেশন সিঁদুর এবং পাকিস্তান নিয়ে বক্তব্য রাখবে দল

- আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 42
পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কেন্দ্রীয় সর্বদলীয় প্রতিনিধিদল জাপান ও সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে। অপারেশন সিঁদুর এবং পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাস সম্পর্কে অবহিত করতেই এই সর্বদলীয় দল সেখানে হাজির হয়েছে। জাপানে প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন জেডি (ইউ) সাংসদ সঞ্জয় ঝা এবং সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে।
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের সদস্য আহমেদ মীর খুরির সঙ্গে দেখা করেন শিন্ডের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। পাক সন্ত্রাসের কথা তাঁরা তুলে ধরেন। শ্রীকান্ত শিন্ডে এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, আমরা অপারেশন সিঁদুর এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসের কথা তুলে ধরেছি বলে জানান। শিন্ডে ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন মনন কুমার মিশ্র (বিজেপি), সস্মিত পাত্র (বিজেডি), ইটি মহম্মদ বশির (আইইউএমএল), এসএস আহলুওয়ালিয়া (বিজেপি), অতুল গর্গ (বিজেপি), বাঁসুরি স্বরাজ (বিজেপি), প্রাক্তন কূটনীতিক সুজন আর চিনয় এবং ভারতের রাষ্ট্রদূত সুজা সুজা।
সঞ্জয় ঝা-র নেতৃত্বে জাপানে যে প্রতিনিধি দল রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গি, ব্রিজলাল, প্রধান বড়ুয়া এবং হেমাঙ্গ যোশী, কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিআই(এম)-এর জন ব্রিটাস এবং প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার।
পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান জানাতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত বিশ্বের ৩৩টি দেশের রাজধানীতের সাতটি বহুদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে।
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। যার মধ্যে একজন স্থানীয় বাসিন্দাও ছিল। ৭ মে ভোররাতে অপারেশন সিঁদুর চালায় ভারত। পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু- কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। ১০ মে দুই-দেশ আলোচনার মাধ্যমে সংঘর্ষবিরতি ঘোষণা করে।