পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতে নজির গড়ল বাংলা। ১৫–১৬ বছর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মালদহের কিশোরী প্রিন্সিপ্রিয়া ভৌমিক। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও গর্বিত মালদহবাসী। ইংরেজবাজার শহরের বাসিন্দা প্রিন্সিপ্রিয়া সেন্ট জেভিয়ার্স স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বাবা সুরজিৎ ভৌমিক পেশায় ব্যবসায়ী। মঙ্গলবার জয়পুর থেকে বাড়ি ফেরার পর তাকে ঘিরে এলাকাজুড়ে দেখা যায় আনন্দ ও উৎসাহের পরিবেশ।
প্রিন্সিপ্রিয়া জানায়, জয়পুরের ক্লার্ক আমেরে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ২৫টি রাজ্য থেকে ৫ থেকে ১৬ বছর বয়সি মোট ১৭২ জন ফাইনালিস্ট অংশ নেন। বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী রিভা অরোরা, মিস সুপ্রানেশনাল ইন্ডিয়া শেফালি সুদ-সহ নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
এই প্রতিযোগিতায় বাংলার আরও কয়েকজন কিশোরী সাফল্য পেয়েছে। আসানসোলের আরোহী চট্টোপাধ্যায় ৮–১০ বছর বিভাগে বিজয়ী হয়, মালদহের মধুপর্না সিদ্ধান্ত হয় ফার্স্ট রানার-আপ এবং মধ্যমগ্রামের সুহানি নন্দী ৫–৭ বছর বিভাগে প্রথম রানার-আপ হন। প্রিন্সিপ্রিয়ার কথায়, “এই সাফল্য আমার পরিবারের জয়। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে চাই।”



































