দিল্লির বিস্ফোরণ নিয়ে জোর কদমে চলছে তদন্ত, মঙ্গলে গুরুত্বপূর্ণ বৈঠক: জানালেন শাহ
- আপডেট : ১০ নভেম্বর ২০২৫, সোমবার
- / 40
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজধানী দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের, আহত হয়েছেন আরও ২৪ জন। প্রত্যক্ষদর্শীদের মতে, পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে প্রথমে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, তারপর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও দুটি গাড়িতে। দিল্লির বিস্ফোরণ নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আজ সন্ধ্যা ৭ টার সময় দিল্লির লালকেল্লার কাছে একটি হুন্ডাই আই-২০ (I20) গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে ৩-৪টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অনেকেই আহত হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা সব দিক খোলা রেখে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করছি। বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথেই দিল্লি পুলিশের স্পেশাল সেল, ক্রাইম ব্রাঞ্চ, এনআইএ টিম, এসপিজি টিম এবং এফএসএল টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তদন্ত চালাচ্ছে।”
#WATCH | On Delhi blast, Union Home Minister Amit Shah says, “A blast took place in a Hyundai i20 car near the Red Fort in Delhi today at around 7 pm. Due to the blast, 3-4 vehicles were damaged, and people also got injured, and some died. As per Hospital sources, eight people… pic.twitter.com/oJ02p1bkSb
— ANI (@ANI) November 10, 2025
স্বরাষ্ট্রমন্ত্রী শাহ আরও বলেন, “আমি আশা করি আমাদের সংস্থাগুলি অল্প সময়ের মধ্যে বিস্ফোরণের কারণ খুঁজে বের করবে। বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পাই। প্রাথমিক তথ্য নেওয়ার পর আমি প্রধানমন্ত্রীকেও ব্রিফ করেছি। আমি এখান থেকে ঘটনাস্থল পরিদর্শন করতে রওনা দিচ্ছি এবং আগামীকাল সকালে স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দলের সাথে একটি বৈঠক করা হবে।”




















































