১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় একদিনে নিহত ১০০! অধিকাংশই ত্রাণ নিতে গিয়ে নিহত, বিশ্ব বিবেক নীরব!

চামেলি দাস
  • আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 239

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলি বাহিনীর টানা বিমান ও গোলাবর্ষণে আবারও রক্তাক্ত হল গাজা উপত্যকা। বুধবার দিনভর চলা হামলায় কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, খাদ্য ও মানবিক সহায়তা নিতে এসে হামলার শিকার হয় গাজার সাধারণ মানুষ। গাজার শেজাইয়া এলাকায় দু’টি বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছে। নিহতদের তালিকায় দু’টি শিশুও রয়েছে। মধ্য গাজার নেতজারিম করিডোরে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ৮ জন। দক্ষিণ গাজার রাফাহ শহরে ত্রাণের জন্য অপেক্ষারত ৩ জনকে গুলি করা হয়। পশ্চিম গাজা শহরে একটি বাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তাতে ৯ জন নিহত হন। যার মধ্যে চারজন শিশু রয়েছে। গাজা শহরে এক বাড়িতে বোমাবর্ষণে মারা গেছেন ৬ জন।

আরও পড়ুন: গাজায় গিয়ে শিশুদের পাশে দাঁড়ান, পোপ লিওকে অনুরোধ ম্যাডোনার

শেজাইয়ার আরেকটি বাড়িতে হামলায় নিহত ১২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আল-শাতি শরণার্থী ক্যাম্পে একটি বাড়িতে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৯ জন, এর মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।

আরও পড়ুন: গাজায় খাদ্য সহায়তা কেন্দ্রেই মৃত্যুর মিছিল, নিহত ৭৪৩ ফিলিস্তিনি

গাজার বিভিন্ন হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে বলে খবর। বিদ্যুৎ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতদের অনেকেই চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এতকিছু দেখার পরেও বিশ্ব যেন নীরব দর্শক!

আরও পড়ুন: হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ: হামাস কমান্ডার হাদ্দাদের হুঁশিয়ারি

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় একদিনে নিহত ১০০! অধিকাংশই ত্রাণ নিতে গিয়ে নিহত, বিশ্ব বিবেক নীরব!

আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলি বাহিনীর টানা বিমান ও গোলাবর্ষণে আবারও রক্তাক্ত হল গাজা উপত্যকা। বুধবার দিনভর চলা হামলায় কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, খাদ্য ও মানবিক সহায়তা নিতে এসে হামলার শিকার হয় গাজার সাধারণ মানুষ। গাজার শেজাইয়া এলাকায় দু’টি বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছে। নিহতদের তালিকায় দু’টি শিশুও রয়েছে। মধ্য গাজার নেতজারিম করিডোরে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ৮ জন। দক্ষিণ গাজার রাফাহ শহরে ত্রাণের জন্য অপেক্ষারত ৩ জনকে গুলি করা হয়। পশ্চিম গাজা শহরে একটি বাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তাতে ৯ জন নিহত হন। যার মধ্যে চারজন শিশু রয়েছে। গাজা শহরে এক বাড়িতে বোমাবর্ষণে মারা গেছেন ৬ জন।

আরও পড়ুন: গাজায় গিয়ে শিশুদের পাশে দাঁড়ান, পোপ লিওকে অনুরোধ ম্যাডোনার

শেজাইয়ার আরেকটি বাড়িতে হামলায় নিহত ১২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আল-শাতি শরণার্থী ক্যাম্পে একটি বাড়িতে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৯ জন, এর মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।

আরও পড়ুন: গাজায় খাদ্য সহায়তা কেন্দ্রেই মৃত্যুর মিছিল, নিহত ৭৪৩ ফিলিস্তিনি

গাজার বিভিন্ন হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে বলে খবর। বিদ্যুৎ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতদের অনেকেই চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এতকিছু দেখার পরেও বিশ্ব যেন নীরব দর্শক!

আরও পড়ুন: হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ: হামাস কমান্ডার হাদ্দাদের হুঁশিয়ারি