প্রিজন ভ্যানে উঠতে পারলেন না ১০৮ কেজির পার্থ! তারপর কি হলো
- আপডেট : ৬ অগাস্ট ২০২২, শনিবার
- / 3
পুবের কলম ওয়েবডেস্কঃ ইডি হেফাজতের মেয়াদ শেষ। শুক্রবার ব্যাঙ্কশাল আদালত এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। কিন্তু ১০৮ কেজি ওজনের ( ইডি হেফাজতে ১২ দিনে ৩ কেজি কমেছে) আক্ষরিক অর্থেই হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায় উঠতে পারলেন না প্রিজন ভ্যানে।
পরিচিত পোশাক পাঞ্জাবি পায়জামা, মুখে মাস্ক ব্যাঙ্কশাল আদালতের সিঁড়ি দিয়ে দুজনের সহায়তায় নামিয়ে আনা হয় পার্থকে। কিন্তু বিপত্তি বাঁধে প্রিজন ভ্যানে উঠতে গিয়ে। প্রথমে নিয়ে আসা হয় টুল কিন্তু সেই টুল পার্থর ওজন নিতে পারবে কিনা তা নিয়ে ধন্ধ ছিল।
সেই সময় জমায়েত ভিড়ের মাঝেই কেউ এগিয়ে দেন ঠান্ডা পানীয়র ক্রেট। তাতে পা দিয়ে কোনমতে প্রিজন ভ্যানে ওঠেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। রাত সাড়ে আটটা নাগাদ প্রিজন ভ্যান রওনা দেয় প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে।