২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোলাম নবী আজাদের  দল  ত্যাগ  করে  ১৭ কাশ্মীরি  নেতার  কংগ্রেসে যোগ

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 55

পুবের কলম ওয়েব ডেস্কঃ মাত্র পাঁচ মাসেই বদলে গেল যাবতীয় সমীকরণ। গুলাম  নবি আজাদের সঙ্গে হাত মেলানো জম্মু ও কাশ্মীরের অনুগামীরা আবারও দল বেঁধে ফিরে গেলেন কংগ্রেসে। ফলে জোর ধাক্কা খেল আজাদের দল ডেমোক্র্যাটিক আজাদ পার্টি।চলতি মাসেই জম্মু ও কাশ্মীরে পৌঁছবে রাহুল গান্ধীর ‘ভারত জোড় যাত্রা’। তার আগে শুক্রবার কংগ্রেসে ফিরেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ-সহ একঝাঁক নেতা। পিরজাদা মহম্মদ সঈদ, মুজফ্‌ফর পেরারে, বলবান সিংহের মতো প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীরাও রয়েছেন এই দলে।

 

আরও পড়ুন: ইরানের সার্বভৌমত্বের উপর হামলার নিন্দা, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের

এআইসিসির পর্যবেক্ষক জয়রাম রমেশ এ প্রসঙ্গে বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের কাছে আজ এক ঐতিহাসিক দিন।’’ এদিন তিনি আরও বলেন, এটা তো প্রথম দফার যোগদান। কাশ্মীরে যখন যাত্রা প্রবেশ করবে, তখন দেখবেন যারাই কংগ্রেসের নীতি-আদর্শে বিশ্বাস করে তারাই হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে। অপেক্ষা করুন, আরও বেশ কিছু নেতা কংগ্রেসে ফিরবেন।

আরও পড়ুন: ছত্তিশগড়: ঢালাও এনকাউন্টারের বিরুদ্ধে বামেদের চিঠি প্রধানমন্ত্রীকে

 

আরও পড়ুন: ইউপিএ সরকার নয়টি সার্জিক্যাল স্ট্রাইক করেছে, কিন্তু কখনও রাজনীতি করেনি: কংগ্রেস

বেণুগোপাল বলেন, জম্মু-কাশ্মীরে সমমনোভাবাপন্ন আরও কিছু দল রাহুলের পদযাত্রায় যোগ দেবেন। ভারত জোড়ো যাত্রা ইতিমধ্যেই দেশের বড় আন্দোলনে পরিণত হয়েছে। এটা তো সবে শুরু। উল্লেখ্য, এদিন যাঁরা কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে কয়েকজনকে আগেই বহিষ্কার করেছিল আজাদের দল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোলাম নবী আজাদের  দল  ত্যাগ  করে  ১৭ কাশ্মীরি  নেতার  কংগ্রেসে যোগ

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ মাত্র পাঁচ মাসেই বদলে গেল যাবতীয় সমীকরণ। গুলাম  নবি আজাদের সঙ্গে হাত মেলানো জম্মু ও কাশ্মীরের অনুগামীরা আবারও দল বেঁধে ফিরে গেলেন কংগ্রেসে। ফলে জোর ধাক্কা খেল আজাদের দল ডেমোক্র্যাটিক আজাদ পার্টি।চলতি মাসেই জম্মু ও কাশ্মীরে পৌঁছবে রাহুল গান্ধীর ‘ভারত জোড় যাত্রা’। তার আগে শুক্রবার কংগ্রেসে ফিরেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ-সহ একঝাঁক নেতা। পিরজাদা মহম্মদ সঈদ, মুজফ্‌ফর পেরারে, বলবান সিংহের মতো প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীরাও রয়েছেন এই দলে।

 

আরও পড়ুন: ইরানের সার্বভৌমত্বের উপর হামলার নিন্দা, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের

এআইসিসির পর্যবেক্ষক জয়রাম রমেশ এ প্রসঙ্গে বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের কাছে আজ এক ঐতিহাসিক দিন।’’ এদিন তিনি আরও বলেন, এটা তো প্রথম দফার যোগদান। কাশ্মীরে যখন যাত্রা প্রবেশ করবে, তখন দেখবেন যারাই কংগ্রেসের নীতি-আদর্শে বিশ্বাস করে তারাই হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে। অপেক্ষা করুন, আরও বেশ কিছু নেতা কংগ্রেসে ফিরবেন।

আরও পড়ুন: ছত্তিশগড়: ঢালাও এনকাউন্টারের বিরুদ্ধে বামেদের চিঠি প্রধানমন্ত্রীকে

 

আরও পড়ুন: ইউপিএ সরকার নয়টি সার্জিক্যাল স্ট্রাইক করেছে, কিন্তু কখনও রাজনীতি করেনি: কংগ্রেস

বেণুগোপাল বলেন, জম্মু-কাশ্মীরে সমমনোভাবাপন্ন আরও কিছু দল রাহুলের পদযাত্রায় যোগ দেবেন। ভারত জোড়ো যাত্রা ইতিমধ্যেই দেশের বড় আন্দোলনে পরিণত হয়েছে। এটা তো সবে শুরু। উল্লেখ্য, এদিন যাঁরা কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে কয়েকজনকে আগেই বহিষ্কার করেছিল আজাদের দল।