হজ ২০২৫: মাতাফে প্রতি ঘণ্টায় ১,০৭,০০০ হাজির তওয়াফের ব্যবস্থা, জানাল সউদি প্রশাসন
- আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
- / 639
পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র কাবা শরিফকে ঘিরে থাকা খোলা স্থান ‘মাতাফ’-এ এ বছর হজ মরশুমে নজিরবিহীন সংখ্যক হাজিকে একসঙ্গে তওয়াফ করার সুযোগ করে দিচ্ছে সউদি আরব। ‘গ্র্যান্ড মসজিদ ও নবী মসজিদের দেখভালের জন্য গঠিত সাধারণ কর্তৃপক্ষ’ ঘোষণা করেছে, মাতাফ এলাকায় এখন প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১,০৭,০০০ হাজি তওয়াফ করতে পারবেন।
এই লক্ষ্যে সউদি প্রশাসন বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করেছে। হাজিদের প্রবেশ ও বাহির হওয়ার পথ, চলাচলের রুট এবং ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা সর্বোচ্চ দক্ষতায় সাজানো হয়েছে। প্রধান ও গৌণ গেটগুলির অনেকগুলি শুধুমাত্র হাজিদের ব্যবহারের জন্য নির্দিষ্ট করা হয়েছে, আর জরুরি পরিস্থিতি ও পরিষেবা কর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ।
এই উদ্যোগগুলো মূলত বৃহৎ জনসমাগম নিয়ন্ত্রণে একটি সুসংহত পরিকল্পনার অংশ, যাতে প্রতিটি হাজির নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও ধর্মীয় কার্য সম্পাদনে কোনও বিঘ্ন না ঘটে।
এদিকে, হজ ১৪৪৬ হিজরির জন্য আন্তর্জাতিক হাজিদের আগমনও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সউদি আরবের সাধারণ পাসপোর্ট অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৮,৯০,৮৮৩ জন হাজি দেশটিতে প্রবেশ করেছেন। এর মধ্যে ৮,৪৬,৪১৫ জন বিমানপথে, ৪১,৬৪৬ জন স্থলপথে এবং ২,৮২২ জন সমুদ্রপথে সউদি আরব এসেছেন।
জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তিনটি টার্মিনাল, টার্মিনাল১, নর্দার্ন টার্মিনাল ও হজ-ওমরাহ কমপ্লেক্স, সম্পূর্ণ প্রস্তুত রেখেছে। হাজিদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সেখানে রয়েছে শতাধিক ইমিগ্রেশন কাউন্টার, ব্যাগেজ চেকিং স্টেশন, বোর্ডিং ব্রিজ এবং কাস্টমস পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি।










































