২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রুশ হামলায় নিহত ২৩

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 28

পুবের কলম ওয়েব ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজ্জিয়ায় একটি কনভয়ে রাশিয়ার হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। শুক্রবার ভোরের দিকে হামলাটি হয়। তবে এ হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করেছেন স্থানীয় এক রুশ কর্মকর্তা।

জাপোরিজ্জিয়ার আঞ্চলিক গভর্নর অলেক্সান্ডার স্টারুক জানান; আঞ্চলিক কেন্দ্রের উপকণ্ঠে রকেট হামলা হয়েছে। রাশিয়া অকিৃত ভূখণ্ডের দিকে যখন একটি ‘অসামরিক কনভয়’ যাচ্ছিল; তখনই রুশ বাহিনী এই হামলা চালিয়েছে বলে জানান গভর্নর।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

হামলার ছবিও পোস্ট করেছেন এই গভর্নর। ছবিতে পুড়ে যাওয়া গাড়ি ও রাস্তায় পড়ে থাকা দেহ দেখা গেছে। অলেক্সান্ডার স্টারুক আরও বলেন; ওই কনভয়ে করে ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয়দের আত্মীয়দের নিরাপদে আনার পরিকল্পনা ছিল।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, ‘দমানো যাবে না’ হুঁশিয়ারি হুতি নেতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ হামলায় নিহত ২৩

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজ্জিয়ায় একটি কনভয়ে রাশিয়ার হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। শুক্রবার ভোরের দিকে হামলাটি হয়। তবে এ হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করেছেন স্থানীয় এক রুশ কর্মকর্তা।

জাপোরিজ্জিয়ার আঞ্চলিক গভর্নর অলেক্সান্ডার স্টারুক জানান; আঞ্চলিক কেন্দ্রের উপকণ্ঠে রকেট হামলা হয়েছে। রাশিয়া অকিৃত ভূখণ্ডের দিকে যখন একটি ‘অসামরিক কনভয়’ যাচ্ছিল; তখনই রুশ বাহিনী এই হামলা চালিয়েছে বলে জানান গভর্নর।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

হামলার ছবিও পোস্ট করেছেন এই গভর্নর। ছবিতে পুড়ে যাওয়া গাড়ি ও রাস্তায় পড়ে থাকা দেহ দেখা গেছে। অলেক্সান্ডার স্টারুক আরও বলেন; ওই কনভয়ে করে ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয়দের আত্মীয়দের নিরাপদে আনার পরিকল্পনা ছিল।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, ‘দমানো যাবে না’ হুঁশিয়ারি হুতি নেতার