২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন আলেকজান্ডার

ইমামা খাতুন
  • আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
  • / 63

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক : রাখে আল্লাহ তো মারে কে ? ৪ কুমিরের মুখে পরেও বাঁচলেন এক ব্যক্তি। এমনিতে কুমিরের চোয়াল থেকে বাঁচা মানুষের পক্ষে সহজ নয়। কিন্তু সেটাই হয়েছে। ঘটনাটি জিম্বাবোয়ের। কুমিরের কবলে পড়েছিলেন আলেকজান্ডার চিমেদজা। ন্যামহুঙ্গা নামের একটি জলাশয়ের কাছে মাছ ধরছিলেন আলেকজান্ডার চিমেদজা। স্ত্রী বলেছিলেন টাইগারফিশ আনতে। সেই মাছ ধরতে গিয়েই তিনি পড়েন এই মোক্ষম ঝামেলায়। যেখানে প্রাণে বাঁচান কঠিন হয়ে দাঁড়িয়েছিল তাঁর জন্যে।

 

আরও পড়ুন: ভোগে বিষ প্রয়োগের মিথ্যা অভিযোগ, কিশোরীর মুখে ঢুকিয়ে দেওয়া হল জ্বলন্ত কাঠ

আলেকজান্ডার দাবি করেন যে একটি কুমির তাঁর বাম হাত ধরে টেনে নিয়ে যায়, অন্য কুমির ডান হাতে দেয় কামড়। এসময় আরেকটি কুমির তাঁকে টেনে একপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করে । মনে হচ্ছিল হাত যেন ভেঙে যাবে। ৩টি কুমির যখন হামলা চালাচ্ছিল, তখন অন্যদিকে থেকে টানছিল আর একটা কুমির। তাঁকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেছিল তারা ।

আরও পড়ুন: যুদ্ধ আবহে ইউক্রেন থেকে পালিয়ে ভারতে এসে চার হাত এক হল রাশিয়ার যুবকের সঙ্গে ইউক্রেনীয় যুবতীর

 

আরও পড়ুন: নদীতে স্নান করতে নেমে কুমিরের শিকার বছর ৮ এর বালক! তারপর যা ঘটল

আলেকজান্ডার বলেছেন এসময় তার কয়েকজন সঙ্গী কুমিরগুলোকে লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়তে থাকে। এমতাবস্থায় তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরে ছিলেন আলেকজান্ডার। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক মাস ধরে সেখানে তাঁর চিকিৎসা করা হয়। বেশ কিছু হাড় কুমিরের কামড়ে ভেঙ্গে যায়। সেখানে অস্ত্রোপচার হয়েছে। শরীরের অনেক অংশ থেকে কুমির মাংস খুবলে নেয় । এখন আলেকজান্ডার তাঁর ডান হাতও নাড়াতে পারে না, তাঁর ডান পা নাড়াতেও সমস্যা ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন আলেকজান্ডার

আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক : রাখে আল্লাহ তো মারে কে ? ৪ কুমিরের মুখে পরেও বাঁচলেন এক ব্যক্তি। এমনিতে কুমিরের চোয়াল থেকে বাঁচা মানুষের পক্ষে সহজ নয়। কিন্তু সেটাই হয়েছে। ঘটনাটি জিম্বাবোয়ের। কুমিরের কবলে পড়েছিলেন আলেকজান্ডার চিমেদজা। ন্যামহুঙ্গা নামের একটি জলাশয়ের কাছে মাছ ধরছিলেন আলেকজান্ডার চিমেদজা। স্ত্রী বলেছিলেন টাইগারফিশ আনতে। সেই মাছ ধরতে গিয়েই তিনি পড়েন এই মোক্ষম ঝামেলায়। যেখানে প্রাণে বাঁচান কঠিন হয়ে দাঁড়িয়েছিল তাঁর জন্যে।

 

আরও পড়ুন: ভোগে বিষ প্রয়োগের মিথ্যা অভিযোগ, কিশোরীর মুখে ঢুকিয়ে দেওয়া হল জ্বলন্ত কাঠ

আলেকজান্ডার দাবি করেন যে একটি কুমির তাঁর বাম হাত ধরে টেনে নিয়ে যায়, অন্য কুমির ডান হাতে দেয় কামড়। এসময় আরেকটি কুমির তাঁকে টেনে একপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করে । মনে হচ্ছিল হাত যেন ভেঙে যাবে। ৩টি কুমির যখন হামলা চালাচ্ছিল, তখন অন্যদিকে থেকে টানছিল আর একটা কুমির। তাঁকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেছিল তারা ।

আরও পড়ুন: যুদ্ধ আবহে ইউক্রেন থেকে পালিয়ে ভারতে এসে চার হাত এক হল রাশিয়ার যুবকের সঙ্গে ইউক্রেনীয় যুবতীর

 

আরও পড়ুন: নদীতে স্নান করতে নেমে কুমিরের শিকার বছর ৮ এর বালক! তারপর যা ঘটল

আলেকজান্ডার বলেছেন এসময় তার কয়েকজন সঙ্গী কুমিরগুলোকে লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়তে থাকে। এমতাবস্থায় তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরে ছিলেন আলেকজান্ডার। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক মাস ধরে সেখানে তাঁর চিকিৎসা করা হয়। বেশ কিছু হাড় কুমিরের কামড়ে ভেঙ্গে যায়। সেখানে অস্ত্রোপচার হয়েছে। শরীরের অনেক অংশ থেকে কুমির মাংস খুবলে নেয় । এখন আলেকজান্ডার তাঁর ডান হাতও নাড়াতে পারে না, তাঁর ডান পা নাড়াতেও সমস্যা ।