০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নীতীশের মন্ত্রিসভা সম্প্রসারণে ৫ ‘জেডিইউ’ বিধায়ক অনুপস্থিত, ক্ষোভ প্রকাশ  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মঙ্গলবার নয়া মন্ত্রিসভা সম্প্রসারণের সময়ে ৩১ জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন। নীতীশ মন্ত্রিসভার শপথ ইস্যুতে কিছু বিধায়কের অসন্তোষও প্রকাশ্যে এসেছে।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর পাঁচজন বিধায়ক নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেননি। এই বিধায়করা মন্ত্রী পদ না পেয়ে ক্ষুব্ধ বলে জানা গেছে।

আরও পড়ুন: অফিস এলেও করা হবে অনুপস্থিত! সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের

অন্যদিকে,  মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ২৪ আগস্ট তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এমন পরিস্থিতিতে বিধায়কদের অসন্তোষ অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: হিজাব পরার দায়ে ‘অনুপস্থিত’ ঘোষণা বেশকিছু পড়ুয়াকে, আলিয়ায় নার্সিং বিভাগে ছাত্রীদের অভিযোগ

ক্ষুব্ধ বিধায়ক তালিকায় আছেন বিধায়ক সঞ্জীব কুমার, পঙ্কজ কুমার মিশ্র, সুদর্শন কুমার, রাজকুমার সিং এবং বিধায়ক শালিনী মিশ্র। প্রসঙ্গত, এই সব বিধায়কই ‘ভূমিহার’ বর্ণের। বিধায়ক শালিনী মিশ্রকে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি তার শাশুড়ির চিকিত্সার জন্য বর্তমানে দিল্লিতে রয়েছেন।    বিধায়ক ডাঃ সঞ্জীব কুমার সোশ্যাল মিডিয়ায় অন্য তিনজন বিধায়কের সঙ্গে ছবি শেয়ার করে কবি হাবিব জালিবের কবিতার লাইন উদ্ধৃত করে ক্ষোভ প্রকাশের বার্তা দিতে চেয়েছেন। ওই বিধায়কদের পাশাপাশি উপেন্দ্র কুশওয়াহাও মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ বলে জানা গেছে। বলা হচ্ছে, ক্ষুব্ধ হয়ে তিনি মহারাষ্ট্রে চলে গেছেন।

আরও পড়ুন: খাশোগি হত্যা ­: সউদির সন্দেহভাজনরাই গরহাজির!

বিহারে নীতীশ কুমার গত সপ্তাহে বিজেপির সঙ্গে জোট ভেঙে আরজেডি সহ সাতটি দলের সাথে একটি মহাজোট সরকার গঠন করেছেন।

বিহার মন্ত্রিসভা সম্প্রসারণে, মহাজোটের ৩১ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নিয়েছেন। মন্ত্রিসভায় সর্বোচ্চ সংখ্যক  মন্ত্রী আছেন আরজেডির। আরজেডি কোটা থেকে ১৬ জন বিধায়ককে মন্ত্রী করা হয়েছে। একই সঙ্গে ১১ জন জেডিইউ  বিধায়ককে মন্ত্রী করা হয়েছে। কংগ্রেসের দুই বিধায়ক, একজন ‘হাম’ এবং একজন নির্দলীয় বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নীতীশের মন্ত্রিসভা সম্প্রসারণে ৫ ‘জেডিইউ’ বিধায়ক অনুপস্থিত, ক্ষোভ প্রকাশ  

আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মঙ্গলবার নয়া মন্ত্রিসভা সম্প্রসারণের সময়ে ৩১ জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন। নীতীশ মন্ত্রিসভার শপথ ইস্যুতে কিছু বিধায়কের অসন্তোষও প্রকাশ্যে এসেছে।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর পাঁচজন বিধায়ক নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেননি। এই বিধায়করা মন্ত্রী পদ না পেয়ে ক্ষুব্ধ বলে জানা গেছে।

আরও পড়ুন: অফিস এলেও করা হবে অনুপস্থিত! সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের

অন্যদিকে,  মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ২৪ আগস্ট তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এমন পরিস্থিতিতে বিধায়কদের অসন্তোষ অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: হিজাব পরার দায়ে ‘অনুপস্থিত’ ঘোষণা বেশকিছু পড়ুয়াকে, আলিয়ায় নার্সিং বিভাগে ছাত্রীদের অভিযোগ

ক্ষুব্ধ বিধায়ক তালিকায় আছেন বিধায়ক সঞ্জীব কুমার, পঙ্কজ কুমার মিশ্র, সুদর্শন কুমার, রাজকুমার সিং এবং বিধায়ক শালিনী মিশ্র। প্রসঙ্গত, এই সব বিধায়কই ‘ভূমিহার’ বর্ণের। বিধায়ক শালিনী মিশ্রকে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি তার শাশুড়ির চিকিত্সার জন্য বর্তমানে দিল্লিতে রয়েছেন।    বিধায়ক ডাঃ সঞ্জীব কুমার সোশ্যাল মিডিয়ায় অন্য তিনজন বিধায়কের সঙ্গে ছবি শেয়ার করে কবি হাবিব জালিবের কবিতার লাইন উদ্ধৃত করে ক্ষোভ প্রকাশের বার্তা দিতে চেয়েছেন। ওই বিধায়কদের পাশাপাশি উপেন্দ্র কুশওয়াহাও মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ বলে জানা গেছে। বলা হচ্ছে, ক্ষুব্ধ হয়ে তিনি মহারাষ্ট্রে চলে গেছেন।

আরও পড়ুন: খাশোগি হত্যা ­: সউদির সন্দেহভাজনরাই গরহাজির!

বিহারে নীতীশ কুমার গত সপ্তাহে বিজেপির সঙ্গে জোট ভেঙে আরজেডি সহ সাতটি দলের সাথে একটি মহাজোট সরকার গঠন করেছেন।

বিহার মন্ত্রিসভা সম্প্রসারণে, মহাজোটের ৩১ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নিয়েছেন। মন্ত্রিসভায় সর্বোচ্চ সংখ্যক  মন্ত্রী আছেন আরজেডির। আরজেডি কোটা থেকে ১৬ জন বিধায়ককে মন্ত্রী করা হয়েছে। একই সঙ্গে ১১ জন জেডিইউ  বিধায়ককে মন্ত্রী করা হয়েছে। কংগ্রেসের দুই বিধায়ক, একজন ‘হাম’ এবং একজন নির্দলীয় বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।