ধর্মতলায় উদ্ধার ৬০০ কেজি নিষিদ্ধ বাজি, গ্রেফতার ৩

- আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার
- / 93
পুবের কলম প্রতিবেদক: কালীপুজো ও দীপাবলির আগে প্রতিবছরই সতর্ক হয় পুলিশ-প্রশাসন। এবারও পুলিশি অভিযানে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে ধর্মতলা বাস টার্মিনাসের কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের কাছে মেয়ো রোডে অভিযান চালায় লালবাজারের গুন্ডা দমন শাখা। তিনটি নাইলনের বস্তা ও একাধিক বক্স উদ্ধার করা হয়। তা খুলতেই দেখা যায় তাতে রয়েছে নিষিদ্ধ বাজি। পঁচিশটি কাগজের কার্টনে বিভিন্ন ধরনের নিষিদ্ধ বাজি যেমন কালী পটকা, চকলেট বোম ইত্যাদি ছিল। ময়দান থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবেশের কথা চিন্তা করে শধবাজি ও দূষণ হয় এমন বাজি নিষিদ্ধ করা হয়েছে। তার বদলে সবুজ বাজি পোড়ানোর কথা বলা হয়েছে। কলকাতার ক্ষেত্রে সেই সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। তারপরেও নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগ উঠছে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই বাজি আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার নদিয়ার কল্যাণীতেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বাজি। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজির বাজার মূল্য লক্ষাধিক টাকা। অন্যদিকে মহেশতলা থেকেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ শধ বাজি। এই সকল বাজি নিষিদ্ধ বলে জানা গিয়েছে। সোমবার কালীপুজো ও দীপাবলি। তার আগে রাজ্যজুড়ে রীতিমতো তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি।