সন্দেশখালিতে ১৪৪ ধারা প্রত্যাহার নিয়ে মামলা হাইকোর্টে, মঙ্গলে শুনানি?

- আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
- / 9
মোল্লা জসিমউদ্দিন: ফের মামলার ঘেরাটোপে সন্দেশখালি। সোমবার নতুন করে মামলা হল কলকাতা হাইকোর্টে। এদিন সন্দেশখালির ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী শামিম আহমেদ। মামলা গৃহীত হয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। সম্প্রতি নতুন করে উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকা। বর্তমানে এই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। এরই মধ্যে নতুন করে মামলা হল হাইকোর্টে।১৪৪ ধারা জারি থাকায় সন্দেশখালিতে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করছে পুলিশ। এর ফলে সমস্যায় পড়েছেন অনেকেই। সন্দেশখালির পাশের দ্বীপে থাকা বাসিন্দাদের দাবি, ‘সন্দেশখালির ওপর দিয়েই তাঁদের যাতায়াত করতে হয়। আর ১৪৪ ধারা জারি থাকার ফলে সেটা তাঁরা পারছেন না’। তাঁদের যাতে সন্দেশখালিতে প্রবেশ করতে দেওয়া হয় সেই আর্জি জানানো হয়েছে আদালতে। এদিনই সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর পাশাপাশি সন্দেশখালি পরিদর্শন করেছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরাও। আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ১৪৪ ধারা বিষয়ক মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। গত ৫ জানুয়ারি সন্দেশখালি এলাকায় শাহজাহান শেখ এর বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি।ওই ঘটনা পরবর্তী বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়েছে সন্দেশখালি।