২০২৬-এ মুর্শিদাবাদ বিরোধী শুন্য হবে: আবু তাহের

- আপডেট : ২ মার্চ ২০২৫, রবিবার
- / 100
পুবের কলম প্রতিবেদক: দিন কয়েক আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার সমস্ত তৃণমূল কর্মীদের ভুয়ো ভোটার রুখতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়ে ছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কাজে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান পুবের কলমকে জানান, ভোটার লিস্টের কাজ চলছে। সরকারি আধিকারিকদের সঙ্গে কর্মীদের ভোটার লিস্টের কাজ করতে হবে। এব্যাপারে কর্মীদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন সবার আগে লক্ষ্য ভোটার লিস্টকে গুরুত্ব দিয়ে কাজ করা। ইতিমধ্যে প্রতি বুথে বুথে নতুন ভোটার লিস্ট দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভোটারের নামের সঙ্গে এপিক নম্বরের গরমিলের যে তথ্য জনসমক্ষে তুলে ধরে ছিলেন তা নিয়েও মুর্শিদাবাদ জেলাজুড়ে কাজ শুরু হয়েছে।
পবিত্র রমযান মাস শুরু হয়েছে। এটি জনসংযোগের অন্যতম সময় বুথে এবং পঞ্চায়েত, ব্লক এবং জেলাস্তরে ইফতার মজলিসের আয়োজন করা হবে। আবুতাহের খান বলেন, খুব শীঘ্রই রদবদলের সম্ভবনা বুথ কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি পুনর্গঠন করা হবে। তবে দেখতে হবে গত লোকসভা নির্বাচনে কারা কাজ করেছে এবং কারা কাজ করেনি দলের হয়ে। দেখতে হবে যাঁরা দলের সক্রিয় কর্মী তাঁদের সামনে আনতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে এই সমস্ত কর্মীদের দিয়ে ভোট করা হবে। গত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে অনেক কর্মী রয়েছে যাঁরা দলের হয়ে সক্রিয় কাজ কর্ম করেনি। তাঁদের এবার কোনও দায়িত্ব দেওয়া হবেনা।
২০২৬-এ বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলাকি বিরোধী শুন্য হবে?
আবু তাহের খান বলেন, আমাদের লক্ষ এটাই তবে জেলায় কিছু বিধায়ক রয়েছে যাঁরা নিস্ক্রীয় তাঁদের যদি দল টিকিট দেয় তাহলে বিরোধী শুন্য করতে পারবো না। প্রার্থী করতে হবে যোগ্য ব্যক্তিকে যাঁরা মানুষের হয়ে কাজ করেন। উদাহরণ স্বরুপ তিনি বলেন, সাগরদিঘী উপনির্বাচনে সর্বশক্তিদিয়েও আমরা পারিনি। প্রার্থীকে মেনে নেয়নি মানুষ। তাই আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী পছ¨ করতে হবে তব কিছু বিবেচনা করে। তবে আমরা মুর্শিদাবাদ জেলাকে বিরোধী শুন্য করতে পারবো।