ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৫ মিশনে ছাড়পত্র দিল কেন্দ্র

- আপডেট : ১৭ মার্চ ২০২৫, সোমবার
- / 129
নয়াদিল্লি, ১৭ মার্চ: ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত। চন্দ্রযান-৫ এর জন্য ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। সোমবার একথা জানালেন ইসরো প্রধান ভি নারায়ণন। তিনি বলেন, কেন্দ্র চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন করেছে। এদিকে কেন্দ্রের এই পদক্ষেপ মহাকাশ গবেষণায় ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
চন্দ্রযান ৩-এর সাফল্যে ইতিহাস তৈরি করেছে ভারত। এরপর গত বছরই চন্দ্রযান-৪ অভিযানের জন্য অনুমোদন দিয়েছিল কেন্দ্র। এবার কেন্দ্রের ছাড়পত্র মেলায় চন্দ্রযান ৫-এর জন্যও তৈরি হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। তবে এই মিশনকে চন্দ্রযান ৫-এর পাশাপাশি ‘ভারতীয় চন্দ্র অনুসন্ধান কর্মসূচি’ নামেও পরিচিত হবে বলে জানিয়েছে ইসরো। নারায়ণনের কথায়, ভারতের অসাধারণ সাফল্য ছিল চন্দ্রযান-৩ মিশন। ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে স্ফট অবতরণ করেছে। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদে স্ফট অবতরণ করেছে।
ইসরো প্রধান জানিয়েছেন, “এই উন্নত রোভারটির লক্ষ্য চাঁদের পৃষ্ঠ এবং গঠন সম্পর্কে বিস্তারিত গবেষণা করা। মাত্র তিন দিন আগে আমরা চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন পেয়েছি। আমরা জাপানের সাথে যৌথভাবে মিশন করব। চন্দ্রযান-৩ মিশনে রোভার প্রজ্ঞানের ওজন ছিল ২৫ কেজি। জাপানের সহযোগিতায় নতুন চন্দ্রযান-৫ মিশনে আরও ভারী ২৫০ কেজি ওজনের একটি রোভার থাকবে।” দু’দেশের সহযোগিতায় এই মিশন বৈজ্ঞানিক ক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করছে ইসরো।
উল্লেখ্য, চন্দ্রপৃষ্ঠের গবেষণার জন্য প্রথমবার ২০০৮ সালে অভিযান চালায় ইসরো। চন্দ্রযান-১ এর ওই অভিযানে চাঁদের রাসায়নিক, খনিজ এবং ফটো-জিয়োলজিক (আলো-ভূতাত্ত্বিক) ম্যাপিং করা হয়। সফল না-হলেও চন্দ্রযান ২-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা থেকে প্রচুর ছবি পাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক সাফল্যের পর চন্দ্রযান-৪ অভিযানের জন্যও অনুমোদন দিয়েছে কেন্দ্র। এবার চন্দ্রযান-৫-এর অনুমোদন মেলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো।