হজযাত্রীদের খেদমতে কাজ করবে খাদেমুল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্ট

- আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 392
পুবের কলম ওয়েবডেস্ক: অল বেঙ্গল খাদেমুল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্টের নয়া অফিসের উদ্বোধন হল চাঁদনির ওয়াসেল মোল্লা বিল্ডিং-এ। হজ যাত্রীদের পরিষেবা এবং জেলায় জেলায় হজ প্রশিক্ষণের আয়োজন করে এই সংস্থাটি। তিনটি সংস্থা এই নয়া অফিস ভাড়া নেয়। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী দিনে যাতে হজ যাত্রার কাজকর্ম আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করবে বলে জানালেন সেক্রেটারি মুফতি মুজিবুর রহমান। হজ সম্পন্ন করে হাজিরা ফিরে আসার পর তাদের সংবর্ধনার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। হজ পরবর্তী সময়ে জেলায় জেলায় হজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।
গত কয়েক বছর ধরে রাজ্যে হজযাত্রীর সংখ্যা কমেছে, হজযাত্রী বাড়ানোর লক্ষ্যেও তারা বিভিন্ন জেলায় প্রচার অভিযান চালাবে বলে মজিবুর রহমান জানান। উপস্থিত ছিলেন সভাপতি হাজী রমজান, সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর, হাজী নাইয়ার, হাজী বাইজুল, হাজী আবদুল ওদুদ, বাবর হোসেন কোষাধ্যক্ষ খলিল মল্লিক সহ অন্যান্য উপস্থিত ছিলেন। আগামী দিনে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। বিভিন্ন সময়ে এই সংস্থাটির মানুষের খেদমতে কাজ করে আসছে।
আগামী শুক্রবার থেকে রাজ্যে শুরু হচ্ছে হজযাত্রা, যাবতীয় কাজকর্মে প্রতিদিন তাদের সহযোগিতা, বিমানবন্দর এবং মদিনাতুল হুজজাজে উপস্থিত থেকে হজ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবেন বলে জানানো হয়।