০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকার কাছে নিষেধাজ্ঞা তোলার লিখিত আশ্বাস চায় ইরান

চামেলি দাস
  • আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 188

পুবের কলম ওয়েবডেস্ক: ইরান বলেছে, যুক্তরাষ্ট্রকে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই, নিষেধাজ্ঞাগুলো বাস্তবেই তুলে নেওয়া হয়েছে।’

এর আগে রাষ্ট্রসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ প্রয়োজন; এই মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে ইরান। এই প্রতিবেদনের পরদিনই বাগাই যুক্তরাষ্ট্রের প্রতি এই মন্তব্য করেন।

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

এ দিকে যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনার প্রতিনিধি স্টিভ উইটকফ বলেছিলেন, ট্রাম্প প্রশাসন চায় না ইরান আর কোনওভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করুক। ব্রেইটবার্ট নিউজকে তিনি বলেন, ‘ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলতে দেওয়া যাবে না। এটাই আমাদের স্পষ্ট অবস্থান।’ তবে এসব হুমকি উপেক্ষা করে ইরান জানিয়ে দিয়েছে, চুক্তি হোক বা না হোক, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

এই পরিস্থিতিতে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ইরানকে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এটি ‘গ্রহণযোগ্য’ এবং দুই দেশের স্বার্থেই ভালো। ‘নিউইয়র্ক টাইমস’ বলেছে, ওই প্রস্তাবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রস্তাব দেওয়া হয়েছে, একটি আঞ্চলিক জোট গঠন করে শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের।

আরও পড়ুন: ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

উল্লেখ্য, ট্রাম্প ২০১৮ সালে প্রেসিডেন্ট থাকাকালীন সময় ইরানের সঙ্গে হওয়া বহুপক্ষীয় পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। সেই চুক্তি পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা আলোচনায় বসেছে। সেই প্রেক্ষিতেই এসেছে নতুন এই প্রস্তাব।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকার কাছে নিষেধাজ্ঞা তোলার লিখিত আশ্বাস চায় ইরান

আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইরান বলেছে, যুক্তরাষ্ট্রকে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই, নিষেধাজ্ঞাগুলো বাস্তবেই তুলে নেওয়া হয়েছে।’

এর আগে রাষ্ট্রসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ প্রয়োজন; এই মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে ইরান। এই প্রতিবেদনের পরদিনই বাগাই যুক্তরাষ্ট্রের প্রতি এই মন্তব্য করেন।

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

এ দিকে যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনার প্রতিনিধি স্টিভ উইটকফ বলেছিলেন, ট্রাম্প প্রশাসন চায় না ইরান আর কোনওভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করুক। ব্রেইটবার্ট নিউজকে তিনি বলেন, ‘ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলতে দেওয়া যাবে না। এটাই আমাদের স্পষ্ট অবস্থান।’ তবে এসব হুমকি উপেক্ষা করে ইরান জানিয়ে দিয়েছে, চুক্তি হোক বা না হোক, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

এই পরিস্থিতিতে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ইরানকে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এটি ‘গ্রহণযোগ্য’ এবং দুই দেশের স্বার্থেই ভালো। ‘নিউইয়র্ক টাইমস’ বলেছে, ওই প্রস্তাবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রস্তাব দেওয়া হয়েছে, একটি আঞ্চলিক জোট গঠন করে শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের।

আরও পড়ুন: ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

উল্লেখ্য, ট্রাম্প ২০১৮ সালে প্রেসিডেন্ট থাকাকালীন সময় ইরানের সঙ্গে হওয়া বহুপক্ষীয় পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। সেই চুক্তি পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা আলোচনায় বসেছে। সেই প্রেক্ষিতেই এসেছে নতুন এই প্রস্তাব।