ইউপিএ সরকার নয়টি সার্জিক্যাল স্ট্রাইক করেছে, কিন্তু কখনও রাজনীতি করেনি: কংগ্রেস

- আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
- / 119
পুবের কলম ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে মোদি সরকারের প্রশংসা করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর এই মন্তব্য ঘিরে দলের অন্দরেই শুরু হয় বিতর্ক। থারুরের মোদি প্রশংসার মন্তব্য নিয়ে এবার মুখ খুলল কংগ্রেস।
সোমবার দলের তরফে বলা বলেছে, যে রাজনৈতিক নেতৃত্বরা সর্বদা সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসবাদীদের শিবির বা সন্ত্রাসবাদ নির্মুল করতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এই ক্ষমতাগুলি রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করা উচিত নয়।
কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, কংগ্রেস আমলে অন্তত ৯টি এমন সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। তবে কংগ্রেস মনে করে, সশস্ত্র বাহিনীকে শাসক দল বা অন্য কোনোভাবে রাজনৈতিক লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অপবিত্রতা।
উল্লেখ্য, কংগ্রেস সাংসদ থারুর সম্প্রতি পানামায় প্রবাসীদের একটি অনুষ্ঠানে মোদির প্রশংসা করে বিতর্কের জন্ম দেন। ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করে তিনি বলেন, “এই অপারেশন ভারতের সামরিক মনোভাব পরিবর্তনের সূচনা করেছে।
২০১৬ সালের উরি হামলার পর প্রথমবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত। কার্গিল যুদ্ধের সময়ও আমরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করতে পারিনি।” শশী থারুরের এই মন্তব্যে দলের একাংশ কড়া প্রতিক্রিয়া দেয়। এদিন সুরজেওয়ালা বলেন, গত দুই দশক ধরে একাধিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর রেকর্ড গড়তে দলটি এগিয়ে এসেছে। অপারেশনাল স্বাধীনতা এবং আমাদের বাহিনীর সীমান্ত পার অভিযানের সাথে কোনওভাবেই আপস করা যায় না।”
কংগ্রেস সরকারের সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে সুরজেওয়ালা বলেন, গত দু’দশকে বিভিন্ন সময়ে নিখুঁত ও কার্যকরভাবে কৌশলগত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনা করা সশস্ত্র বাহিনীর দৃঢ়তা বৈশিষ্ট্য। তিনি বলেন, “সার্জিক্যাল স্ট্রাইক এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখার বাইরে সেনা অভিযান, বেশিরভাগ পাকিস্তানে হয়েছে। তবে বাংলাদেশ বা চিনে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করতে এবং আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর দ্বারা আমাদের দেশের প্রতি হুমকি দূর করতে অপারেশনাল কার্যকারিতার বিষয়।”