০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দাবানল: কানাডার দুই প্রদেশে জরুরি অবস্থা

সুস্মিতা
  • আপডেট : ৮ জুন ২০২৫, রবিবার
  • / 223

পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার দুই প্রদেশ ম্যানিটোবা ও সাসকাচুয়ান। পরিস্থিতির কথা মাথায় রেখে দুই প্রদেশে জরুরি অবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। দিন দুয়েক আগে এপি’র এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

প্রতিবেদন থেকে জানা যায়, ম্যানিটোবায় ১০০০ বর্গমাইলেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। রাজ্যটিতে বর্তমানে সক্রিয় রয়েছে ২৭টি দাবানল। এর মধ্যে ৮টি ইতিমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সেইসঙ্গে ঘরছাড়া হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ। তাদের অনেকেই নায়াগ্রা ফলস এলাকায় আশ্রয় নিচ্ছেন।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

অপরদিকে, সাসকাচুয়ানেও সক্রিয় রয়েছে ২৪টি দাবানল। এর ফলে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ১০ থেকে ১৫ হাজার মানুষ। দাবানলে পুড়ে গেছে এই অঞ্চলের হাজার হাজার হেক্টর বনভূমি। সেইসঙ্গে কালো ধোঁয়ায় টরেন্টো, অটোয়া ও মন্ট্রিল-সহ অনেক শহরে বেড়ে গিয়েছে বায়ু দূষণ।

আরও পড়ুন: কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের

গত মাসে শুরু হওয়া ভয়াবহ দাবানল ধীরে ধীরে কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশটির ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়। এই পরিস্থিতিতে সেখান থেকে হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এছাড়া আলবার্টা প্রদেশের কিছু এলাকায় তেল ও গ্যাস উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: জি-৭ সম্মেলনে ডাক পেলেন মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাবানল: কানাডার দুই প্রদেশে জরুরি অবস্থা

আপডেট : ৮ জুন ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার দুই প্রদেশ ম্যানিটোবা ও সাসকাচুয়ান। পরিস্থিতির কথা মাথায় রেখে দুই প্রদেশে জরুরি অবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। দিন দুয়েক আগে এপি’র এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

প্রতিবেদন থেকে জানা যায়, ম্যানিটোবায় ১০০০ বর্গমাইলেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। রাজ্যটিতে বর্তমানে সক্রিয় রয়েছে ২৭টি দাবানল। এর মধ্যে ৮টি ইতিমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সেইসঙ্গে ঘরছাড়া হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ। তাদের অনেকেই নায়াগ্রা ফলস এলাকায় আশ্রয় নিচ্ছেন।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

অপরদিকে, সাসকাচুয়ানেও সক্রিয় রয়েছে ২৪টি দাবানল। এর ফলে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ১০ থেকে ১৫ হাজার মানুষ। দাবানলে পুড়ে গেছে এই অঞ্চলের হাজার হাজার হেক্টর বনভূমি। সেইসঙ্গে কালো ধোঁয়ায় টরেন্টো, অটোয়া ও মন্ট্রিল-সহ অনেক শহরে বেড়ে গিয়েছে বায়ু দূষণ।

আরও পড়ুন: কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের

গত মাসে শুরু হওয়া ভয়াবহ দাবানল ধীরে ধীরে কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশটির ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়। এই পরিস্থিতিতে সেখান থেকে হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এছাড়া আলবার্টা প্রদেশের কিছু এলাকায় তেল ও গ্যাস উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: জি-৭ সম্মেলনে ডাক পেলেন মোদি