২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক কন্টেন্টে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহকে চিঠি দিয়ে কড়া আইনের দাবি

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 187

পুবের কলম ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ার জাল ভিডিও, উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর কন্টেন্টের দৌরাত্ম্যে চিন্তিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন কিছু কন্টেন্ট ক্রমাগত ছড়ানো হচ্ছে, যা সমাজে বিভ্রান্তি তৈরি করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। অনেক ক্ষেত্রেই এসব ভিডিও ও বার্তা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, উস্কানি দিচ্ছে এবং অপরাধমূলক প্রবণতাও বাড়িয়ে তুলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা।

চিঠিতে মমতা আরও উল্লেখ করেছেন, সোশ্যাল মিডিয়ায় জাল ভিডিয়োর ঘনঘটা, ফেক নিউজ, ঘৃণা ভাষণের প্রসার এবং সাইবার জালিয়াতি বাড়ছে। অনেক মানুষ এসব বিভ্রান্তিকর কনটেন্টে প্রভাবিত হয়ে প্রতারিত হচ্ছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে সাধারণ নাগরিকদের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে দেওয়ার প্রবণতা সমাজের পক্ষে মারাত্মক বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: সংবিধান সংশোধনী বিল পেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিবাদ

মমতার দাবি, এসব উস্কানিমূলক ও বিপজ্জনক কনটেন্টের বিরুদ্ধে দ্রুত কঠোর আইন প্রণয়ন করা উচিত। জালিয়াতদের ধরতে আরও সক্রিয় এবং শক্তিশালী সাইবার আইন আনার দাবিও জানিয়েছেন তিনি। তাঁর মতে, প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নতুন নীতি প্রণয়ন করুক কেন্দ্র।

আরও পড়ুন: ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে তীব্র হট্টগোল সংসদে

মুখ্যমন্ত্রী শুধু আইন নয়, সচেতনামূলক প্রচারাভিযানেও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন এবং ভুল পথে পরিচালিত না হন।

আরও পড়ুন: জেলে বন্দী মন্ত্রীদের পদ থেকে সরানোর জন্য কেন্দ্রের নয়া নিয়ম জারি, সরব মমতা

এই বিষয়ে এখনও কেন্দ্রের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না মিললেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়া ও সাইবার অপরাধ সংক্রান্ত জাতীয় স্তরের আলোচনায় নতুন মাত্রা যোগ করবে বলে মত রাজনৈতিক মহলের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক কন্টেন্টে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহকে চিঠি দিয়ে কড়া আইনের দাবি

আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ার জাল ভিডিও, উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর কন্টেন্টের দৌরাত্ম্যে চিন্তিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন কিছু কন্টেন্ট ক্রমাগত ছড়ানো হচ্ছে, যা সমাজে বিভ্রান্তি তৈরি করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। অনেক ক্ষেত্রেই এসব ভিডিও ও বার্তা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, উস্কানি দিচ্ছে এবং অপরাধমূলক প্রবণতাও বাড়িয়ে তুলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা।

চিঠিতে মমতা আরও উল্লেখ করেছেন, সোশ্যাল মিডিয়ায় জাল ভিডিয়োর ঘনঘটা, ফেক নিউজ, ঘৃণা ভাষণের প্রসার এবং সাইবার জালিয়াতি বাড়ছে। অনেক মানুষ এসব বিভ্রান্তিকর কনটেন্টে প্রভাবিত হয়ে প্রতারিত হচ্ছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে সাধারণ নাগরিকদের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে দেওয়ার প্রবণতা সমাজের পক্ষে মারাত্মক বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: সংবিধান সংশোধনী বিল পেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিবাদ

মমতার দাবি, এসব উস্কানিমূলক ও বিপজ্জনক কনটেন্টের বিরুদ্ধে দ্রুত কঠোর আইন প্রণয়ন করা উচিত। জালিয়াতদের ধরতে আরও সক্রিয় এবং শক্তিশালী সাইবার আইন আনার দাবিও জানিয়েছেন তিনি। তাঁর মতে, প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নতুন নীতি প্রণয়ন করুক কেন্দ্র।

আরও পড়ুন: ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে তীব্র হট্টগোল সংসদে

মুখ্যমন্ত্রী শুধু আইন নয়, সচেতনামূলক প্রচারাভিযানেও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন এবং ভুল পথে পরিচালিত না হন।

আরও পড়ুন: জেলে বন্দী মন্ত্রীদের পদ থেকে সরানোর জন্য কেন্দ্রের নয়া নিয়ম জারি, সরব মমতা

এই বিষয়ে এখনও কেন্দ্রের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না মিললেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়া ও সাইবার অপরাধ সংক্রান্ত জাতীয় স্তরের আলোচনায় নতুন মাত্রা যোগ করবে বলে মত রাজনৈতিক মহলের।