হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ: হামাস কমান্ডার হাদ্দাদের হুঁশিয়ারি

- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 155
পুবের কলম ওয়েবডেস্ক: গাজায় চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কড়া বার্তা দিল হামাস। সংগঠনটির সামরিক শাখার কমান্ডার ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ বলেছেন, “হয় আমরা একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছাবো, না হয় এই লড়াই হবে মুক্তির যুদ্ধ কিংবা শহীদের যুদ্ধ।” ইয়র্ক টাইমস এক আঞ্চলিক সূত্রের বরাতে জানায়, হাদ্দাদ যুদ্ধবিরতির আলোচনায় আরও কঠোর অবস্থান নিতে চলেছেন।
রিপোর্ট অনুযায়ী, হামাস সব জিম্মির মুক্তির আগেই যুদ্ধ পুরোপুরি শেষ করার দাবি জানাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের লক্ষ্য হামাসের সামরিক শক্তিকে ধ্বংস করে তাদের গাজা থেকে উচ্ছেদ করা।
আমেরিকা সমর্থিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রয়েছে ৬০ দিনের অস্ত্রবিরতি, ১০ জন জিম্মি মুক্তি, নিহত ১৮ জনের মৃতদেহ ফেরত দেওয়া, খান ইউনিস-রাফা অঞ্চলে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ১,০০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি। এর মধ্যে রয়েছেন ১০০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।
হামাস এখনো চুক্তিটি নিয়ে ভাবছে, তবে ইসরায়েল প্রস্তাবটি মেনে নিয়েছে বলে খবর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদী এই চুক্তি সফল হবে।