১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা, শুনানি ১০ জুলাই

চামেলি দাস
  • আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
  • / 157

পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে   ভোটার তালিকার বিশেষ সংশোধন (Special Intensive Revision – SIR) নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ২০০৩ সালের পর যারা ভোটার তালিকায় যুক্ত হয়েছেন, তাঁদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এই নির্দেশকে ঘিরে ব্যাপক সমালোচনার মুখে নির্বাচন কমিশন। বিরোধীরা আশঙ্কা করছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হতে পারে।

সিপিআই(এম), কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের একাধিক দল এই প্রক্রিয়ার বিরোধিতা করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এমনকি, এনআরসি-র ছায়া দেখছেন অনেকে। তৃণমূল, আরজেডি, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর সদস্যরাও বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে শুনানির দিন ঠিক করেছে আগামী ১০ জুলাই। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভোটার তালিকা সংশোধনে পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের

বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের এই উদ্যোগ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুবিধা করে দিতেই করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন দাবি করেছে, এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং ভোটার তালিকাকে নির্ভুল করতেই এই পদক্ষেপ।

আরও পড়ুন: কংগ্রেসের ‘ভোট চোর গদ্দি ছোড়’ ভিডিও বিভ্রান্তিকর, জানাল নির্বাচন কমিশন

কিন্তু সুপ্রিমকোর্টে কী হবে ১০ জুলাই?  অনেকে বলছেন, এই মামলার রায় আগামী দিনে বিহারের রাজনৈতিক আবহ ও ভোটের ফলাফলের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা, শুনানি ১০ জুলাই

আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে   ভোটার তালিকার বিশেষ সংশোধন (Special Intensive Revision – SIR) নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ২০০৩ সালের পর যারা ভোটার তালিকায় যুক্ত হয়েছেন, তাঁদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এই নির্দেশকে ঘিরে ব্যাপক সমালোচনার মুখে নির্বাচন কমিশন। বিরোধীরা আশঙ্কা করছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হতে পারে।

সিপিআই(এম), কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের একাধিক দল এই প্রক্রিয়ার বিরোধিতা করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এমনকি, এনআরসি-র ছায়া দেখছেন অনেকে। তৃণমূল, আরজেডি, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর সদস্যরাও বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে শুনানির দিন ঠিক করেছে আগামী ১০ জুলাই। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভোটার তালিকা সংশোধনে পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের

বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের এই উদ্যোগ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুবিধা করে দিতেই করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন দাবি করেছে, এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং ভোটার তালিকাকে নির্ভুল করতেই এই পদক্ষেপ।

আরও পড়ুন: কংগ্রেসের ‘ভোট চোর গদ্দি ছোড়’ ভিডিও বিভ্রান্তিকর, জানাল নির্বাচন কমিশন

কিন্তু সুপ্রিমকোর্টে কী হবে ১০ জুলাই?  অনেকে বলছেন, এই মামলার রায় আগামী দিনে বিহারের রাজনৈতিক আবহ ও ভোটের ফলাফলের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।