কে প্রকৃত ভারতীয় তা কি বিচারপতিরা ঠিক করবেন? প্রিয়াঙ্কা

- আপডেট : ৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 35
পুবের কলম,ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের দুই বিচারপতি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে গতকালই এক মামলায় তিরস্কার করে বলেছিলেন, ‘ আপনার মন্তব্য প্রকৃত ভারতীয়ের মতো নয়। মঙ্গলবার রাহুলের দিদি কংগ্রেস নেত্রী সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ওয়াধেরা ভাইয়ের হয়ে বললেন, বিচারপতিদের যথাযোগ্য সম্মান দিয়েই বলছি, কে প্রকৃত ভারতীয় তা ঠিক করার মালিক সুপ্রিম কোর্টের বিচারপতিরা নন।
এদিন প্রিয়াঙ্কা সাংবাদিকদের বলেন, রাহুল ভারতীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ মর্যাদা দেয়। সে কখনও সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলবে না। যদি কোনও বিতর্ক হয়ে থাকে তা ওর মন্তব্যের ভুল বোঝাবুঝি থেকে হতে পারে। ও লোকসভার বিরোধী দলনেতা। সেই হিসেবে সরকারের কাজ নিয়ে প্রশ্ন তোলা তাঁর কর্তব্য।
বিজেপি সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের তিরস্কার শুনে খুব আহ্লাদিত হয়ে পড়েছিল। সোমবার বিজেপির মুখপাত্র বলেন, রাহুল গান্ধি চিনের হাত মজবুত করতে চাইছেন। কংগ্রেস পালটা বলেছিল, গলওয়ানের ঘটনার পর প্রতিটি দেশপ্রেমিক ভারতীয়ের প্রশ্ন তোলার অধিকার রয়েছে। কারণ সরকার অস্বীকার, অসত্য বর্ণনা এবং বিচ্ছিন্নতার নীতি নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার পথ নিয়েছিল।