১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
যৌথ দায়িত্বে পর্যটন দফতর ও হিডকো

‘দুর্গা অঙ্গন’ তৈরিতে মন্ত্রিসভার সিলমোহর

মারুফা খাতুন
  • আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 37

পুবের কলম ওয়েবডেস্ক : গত একুশের জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে তৈরি হবে ‘দুর্গা অঙ্গন’। গত সোমবারই নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর মিলল। রাজ্যের পর্যটন দপ্তর ও হিডকো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।

মন্ত্রী জানান, ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার সেই সম্মানকে মর্যাদা জানাতেই মুখ্যমন্ত্রী ‘দুর্গা অঙ্গন’ তৈরির ঘোষণা করেছেন। সূত্রের খবর, প্রকল্পের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে, কিন্তু ট্রাস্টের সদস্যদের নাম এখনও অজানা।

আরও পড়ুন: মুখ্য সচিবকে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন

প্রশাসনের আশা রাখছে যে, দিঘার জগন্নাথধামের মতোই ‘দুর্গা অঙ্গন’ও রাজ্যের অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে পরিণত হবে। ১৮ই জুলাই বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইবার তিনি ‘জয় শ্রীরাম’ না বলে দুর্গা ও কালীর নাম উচ্চারণ করেছিলেন।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শালবনিতে তৈরি হল ৮০০ মেগাওয়াটের দুটি প্ল্যান্ট

তিনদিন পর একুশের জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের সুনির্দিষ্ট অবস্থান কোথায় হবে তা এখনও নির্ধারিত হয়নি। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই বিস্তারিত সমস্ত তথ্য জানানো হবে।

আরও পড়ুন: এনআরসি নিয়ে বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় : হিমন্ত বিশ্ব শর্মা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যৌথ দায়িত্বে পর্যটন দফতর ও হিডকো

‘দুর্গা অঙ্গন’ তৈরিতে মন্ত্রিসভার সিলমোহর

আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : গত একুশের জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে তৈরি হবে ‘দুর্গা অঙ্গন’। গত সোমবারই নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর মিলল। রাজ্যের পর্যটন দপ্তর ও হিডকো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।

মন্ত্রী জানান, ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার সেই সম্মানকে মর্যাদা জানাতেই মুখ্যমন্ত্রী ‘দুর্গা অঙ্গন’ তৈরির ঘোষণা করেছেন। সূত্রের খবর, প্রকল্পের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে, কিন্তু ট্রাস্টের সদস্যদের নাম এখনও অজানা।

আরও পড়ুন: মুখ্য সচিবকে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন

প্রশাসনের আশা রাখছে যে, দিঘার জগন্নাথধামের মতোই ‘দুর্গা অঙ্গন’ও রাজ্যের অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে পরিণত হবে। ১৮ই জুলাই বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইবার তিনি ‘জয় শ্রীরাম’ না বলে দুর্গা ও কালীর নাম উচ্চারণ করেছিলেন।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শালবনিতে তৈরি হল ৮০০ মেগাওয়াটের দুটি প্ল্যান্ট

তিনদিন পর একুশের জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের সুনির্দিষ্ট অবস্থান কোথায় হবে তা এখনও নির্ধারিত হয়নি। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই বিস্তারিত সমস্ত তথ্য জানানো হবে।

আরও পড়ুন: এনআরসি নিয়ে বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় : হিমন্ত বিশ্ব শর্মা