২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
স্ট্রিপ- সিসিটিভি ফুটেজে শনাক্ত

নবান্ন অভিযানে পুলিশকে খুনের চেষ্টা, গ্রেফতার বিজেপি নেতা

মারুফা খাতুন
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 195

আবুল খায়ের : আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। সেই ঘটনায় এবার নিউ মার্কেট থানার হাতে প্রথম গ্রেফতার। পুলিশকে মারধরের অভিযোগে ধৃত বিজেপি নেতা। মঙ্গলবার সন্ধ্যায় বেন্টিঙ্ক স্ট্রিট ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং থেকে তাকে আটক করা হয়। ধৃতের নাম চন্দন গুপ্ত। জগদ্দলের বাসিন্দা।

নবান্ন অভিযানের দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে শনাক্ত করা হয়। বছর ৪০-এর চন্দনের বিরুদ্ধে কলকাতা পুলিশের ডিসি এসএসডি বিদিশা কলিতা এবং তাঁর দেহরক্ষীকে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে বলেই জানা গেছে। হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। লালবাজারের তরফে যে ভিডিয়ো প্রকাশ করা হয়, সেখানে দেখা গিয়েছিল কয়েকজন মিলে এক পুলিশকর্মীকে রাস্তায় ফেলে মারধর করছে। এই কয়েকজনের দলে ধৃত চন্দন গুপ্ত ছিল বলে দাবি পুলিশের।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

সামনে এসেছে ধৃতের রাজনৈতিক পরিচয়। পুলিশ সূত্রে খবর, চন্দন ভাটপাড়া ২ নম্বর বিজেপি মণ্ডলের সেক্রেটারি। বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ। সোশ্যাল মিডিয়ায় দুই বিজেপি নেতার একাধিক ছবিও রয়েছে। ইতিমধ্যে তা প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “অভয়ার ন্যায় বিচার চাইতে গিয়ে গ্রেফতার হয়েছে, এই বিষয়ে আমরা গর্বিত।” এই বিজেপি নেতার কথায়, এক বিক্ষোভকারীকে লাঠিচার্জ করছিল পুলিশ। সেই সময় চন্দন তাঁকে ছাড়াতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই চন্দনের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ পড়ে যায়। এরপরেই পুলিশ মামলা করে।

আরও পড়ুন: গ্রেফতার করা হল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে

উল্লেখ্য, নবান্ন অভিযানের দিন অভয়ার মা-বাবার সঙ্গে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। তবে তাঁদের হাতে দলীয় পতাকা ছিল না। বরং ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহন করেন তাঁরা। শনিবারের ওই ঘটনায় ইতিমধ্যেই বিজেপি বিধায়ক অশোক দিন্দাকেও তলব করা হয়েছে। সে দিন অশান্তির মাঝেই অশোক পুলিশের উদ্দেশে কটূক্তি করেন বলে অভিযোগ।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণের তদন্তের সূত্র ধরে আটক আরও এক চিকিৎসক

আগামী ৭ আগষ্ট তাকে নিউ মার্কেট থানায় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সজল ঘোষ, তমোঘ্ন ঘোষকে নোটিশ পাঠিয়েছে নিউ মার্কেট থানার পুলিশ। অন্যদিকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগের ভিত্তিতে ভোলা সরকার, কুশল পান্ডে, কমলজিৎ সিংহকে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্ট্রিপ- সিসিটিভি ফুটেজে শনাক্ত

নবান্ন অভিযানে পুলিশকে খুনের চেষ্টা, গ্রেফতার বিজেপি নেতা

আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার

আবুল খায়ের : আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। সেই ঘটনায় এবার নিউ মার্কেট থানার হাতে প্রথম গ্রেফতার। পুলিশকে মারধরের অভিযোগে ধৃত বিজেপি নেতা। মঙ্গলবার সন্ধ্যায় বেন্টিঙ্ক স্ট্রিট ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং থেকে তাকে আটক করা হয়। ধৃতের নাম চন্দন গুপ্ত। জগদ্দলের বাসিন্দা।

নবান্ন অভিযানের দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে শনাক্ত করা হয়। বছর ৪০-এর চন্দনের বিরুদ্ধে কলকাতা পুলিশের ডিসি এসএসডি বিদিশা কলিতা এবং তাঁর দেহরক্ষীকে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে বলেই জানা গেছে। হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। লালবাজারের তরফে যে ভিডিয়ো প্রকাশ করা হয়, সেখানে দেখা গিয়েছিল কয়েকজন মিলে এক পুলিশকর্মীকে রাস্তায় ফেলে মারধর করছে। এই কয়েকজনের দলে ধৃত চন্দন গুপ্ত ছিল বলে দাবি পুলিশের।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

সামনে এসেছে ধৃতের রাজনৈতিক পরিচয়। পুলিশ সূত্রে খবর, চন্দন ভাটপাড়া ২ নম্বর বিজেপি মণ্ডলের সেক্রেটারি। বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ। সোশ্যাল মিডিয়ায় দুই বিজেপি নেতার একাধিক ছবিও রয়েছে। ইতিমধ্যে তা প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “অভয়ার ন্যায় বিচার চাইতে গিয়ে গ্রেফতার হয়েছে, এই বিষয়ে আমরা গর্বিত।” এই বিজেপি নেতার কথায়, এক বিক্ষোভকারীকে লাঠিচার্জ করছিল পুলিশ। সেই সময় চন্দন তাঁকে ছাড়াতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই চন্দনের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ পড়ে যায়। এরপরেই পুলিশ মামলা করে।

আরও পড়ুন: গ্রেফতার করা হল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে

উল্লেখ্য, নবান্ন অভিযানের দিন অভয়ার মা-বাবার সঙ্গে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। তবে তাঁদের হাতে দলীয় পতাকা ছিল না। বরং ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহন করেন তাঁরা। শনিবারের ওই ঘটনায় ইতিমধ্যেই বিজেপি বিধায়ক অশোক দিন্দাকেও তলব করা হয়েছে। সে দিন অশান্তির মাঝেই অশোক পুলিশের উদ্দেশে কটূক্তি করেন বলে অভিযোগ।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণের তদন্তের সূত্র ধরে আটক আরও এক চিকিৎসক

আগামী ৭ আগষ্ট তাকে নিউ মার্কেট থানায় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সজল ঘোষ, তমোঘ্ন ঘোষকে নোটিশ পাঠিয়েছে নিউ মার্কেট থানার পুলিশ। অন্যদিকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগের ভিত্তিতে ভোলা সরকার, কুশল পান্ডে, কমলজিৎ সিংহকে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ।