কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
- আপডেট : ১৬ অগাস্ট ২০২৫, শনিবার
- / 408
পুবের কলম ওয়েবডেস্ক : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গরমের স্বস্তি থেকে রেহাই পেতে আগামী সপ্তাহে বেশ কয়েক দিন বৃষ্টি চলবে। এমনকি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা আপাতত ভাবে পশ্চিম দিকে সরে গিয়েছে। তাই পশ্চিমবঙ্গের উপর তার সরাসরি কোনও প্রভাব পড়বে না। বর্তমানে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে তাই বৃষ্টির একপ্রকার অনুকূল পরিবেশই রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই কমেছে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়বৃষ্টির আগাম সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে শুধুমাত্র হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায়। দক্ষিণ ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের না যাওয়ার আগাম সতর্কতা হয়েছে।
কিন্তু রেহাই নেই উত্তরবঙ্গে, ঝড়বৃষ্টি চল্তে থাকবে। আগামভাবে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে বলে খবর।





















































