১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুব্রতদার হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম, স্মৃতিচারণায় মন্ত্রী অরূপ রায়

রফিকুল হাসান
  • আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 34

পুবের কলম প্রতিবেদক, হাওড়া: সুব্রতদার প্রয়াণে বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হল। সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে এই মন্তব্য করলেন মন্ত্রিসভায় তাঁর সহকর্মী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় বালির একটি শ্যামাপূজায় এসে অরূপ রায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, “রাজনীতিতে একটা যুগের অবসান হল। আমাদের জীবন ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে ওনার নেতৃত্বে। তখন ওনার নেতৃত্বে অশোক দেব, জয়ন্ত ভট্টাচার্য এরা বাংলার ছাত্র নেতা। মমতাদি সুব্রতদার নেতৃত্বে ছাত্র পরিষদ করতেন। তারপর তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর আমরা সরকারে এসেছি। 

১৯৭২ সাল থেকে ২০২১ সাল একটা লম্বা রাজনীতির যুগ সুব্রতদার মৃত্যুতে অবসান হল। তাঁর মৃত্যু বাংলার রাজনীতির ভয়ংকর ক্ষতি। রাজনীতিতে নক্ষত্র পতন হলো। সুব্রতদা নেতা ছিলেন বরাবর। আমি জয়ন্ত ভট্টাচার্য, অশোক দেবের নেতৃত্বে দল করেছি। পরবর্তীকালে মমতাদির নেতৃত্বে দল করছি। কিন্তু আমাদের মাথার উপর সুব্রত মুখোপাধ্যায় ছিলেন। ওনার সঙ্গে একটা আত্মীক সম্পর্ক ছিল। বহু আন্দোলনে ওনার বহু আশীর্বাদ আমরা পেয়েছি। উনি সবসময় ভালো পরামর্শ দিতেন।” 

আরও পড়ুন: বেলুড় মঠে এলেন রাষ্ট্রপতি, স্বাগত জানালেন মন্ত্রী বীরবাঁহা হাঁসদা সহ অরূপ রায়  

ওই অনুষ্ঠানে উপস্থিত বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে বলেন, “ছোট থেকে বড়ো হয়েছি সুব্রত মুখোপাধ্যায়ের নাম শুনেই। আমি বিধায়ক হওয়ার পর ওনার সঙ্গে আলাপ করার সুযোগ হয়। কয়েকদিন আগেই বিধানসভার করিডরে দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা বলেছি। ভীষণ অমায়িক, ভীষণ ভদ্র একজন মানুষ উনি। পিতৃস্নেহে কথা বলেন। ওনার মৃত্যু বাংলার রাজনীতির অপূরণীয় ক্ষতি।”

আরও পড়ুন: মমতার হাত ধরেই বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বললেন  অরূপ

আরও পড়ুন: মমতার সততা মূল্যবোধ দেখেই আমরা দল করি তাই দলে আছি দলে থাকব বিতর্কে জল ঢাললেন অরূপ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুব্রতদার হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম, স্মৃতিচারণায় মন্ত্রী অরূপ রায়

আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক, হাওড়া: সুব্রতদার প্রয়াণে বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হল। সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে এই মন্তব্য করলেন মন্ত্রিসভায় তাঁর সহকর্মী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় বালির একটি শ্যামাপূজায় এসে অরূপ রায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, “রাজনীতিতে একটা যুগের অবসান হল। আমাদের জীবন ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে ওনার নেতৃত্বে। তখন ওনার নেতৃত্বে অশোক দেব, জয়ন্ত ভট্টাচার্য এরা বাংলার ছাত্র নেতা। মমতাদি সুব্রতদার নেতৃত্বে ছাত্র পরিষদ করতেন। তারপর তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর আমরা সরকারে এসেছি। 

১৯৭২ সাল থেকে ২০২১ সাল একটা লম্বা রাজনীতির যুগ সুব্রতদার মৃত্যুতে অবসান হল। তাঁর মৃত্যু বাংলার রাজনীতির ভয়ংকর ক্ষতি। রাজনীতিতে নক্ষত্র পতন হলো। সুব্রতদা নেতা ছিলেন বরাবর। আমি জয়ন্ত ভট্টাচার্য, অশোক দেবের নেতৃত্বে দল করেছি। পরবর্তীকালে মমতাদির নেতৃত্বে দল করছি। কিন্তু আমাদের মাথার উপর সুব্রত মুখোপাধ্যায় ছিলেন। ওনার সঙ্গে একটা আত্মীক সম্পর্ক ছিল। বহু আন্দোলনে ওনার বহু আশীর্বাদ আমরা পেয়েছি। উনি সবসময় ভালো পরামর্শ দিতেন।” 

আরও পড়ুন: বেলুড় মঠে এলেন রাষ্ট্রপতি, স্বাগত জানালেন মন্ত্রী বীরবাঁহা হাঁসদা সহ অরূপ রায়  

ওই অনুষ্ঠানে উপস্থিত বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে বলেন, “ছোট থেকে বড়ো হয়েছি সুব্রত মুখোপাধ্যায়ের নাম শুনেই। আমি বিধায়ক হওয়ার পর ওনার সঙ্গে আলাপ করার সুযোগ হয়। কয়েকদিন আগেই বিধানসভার করিডরে দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা বলেছি। ভীষণ অমায়িক, ভীষণ ভদ্র একজন মানুষ উনি। পিতৃস্নেহে কথা বলেন। ওনার মৃত্যু বাংলার রাজনীতির অপূরণীয় ক্ষতি।”

আরও পড়ুন: মমতার হাত ধরেই বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বললেন  অরূপ

আরও পড়ুন: মমতার সততা মূল্যবোধ দেখেই আমরা দল করি তাই দলে আছি দলে থাকব বিতর্কে জল ঢাললেন অরূপ