২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মহাকরণে রাজ্য মাদ্রাসা ক্রীড়া কাউন্সিলের বৈঠকে পিবি সালিম

মারুফা খাতুন
  • আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 95

আবদুল ওদুদ : পশ্চিমবঙ্গ স্টেট মাদ্রাসা গেমস্ এণ্ড স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে সরকারি অনুমোদন প্রাপ্ত এডেড মাদ্রাসা, এম. এস. কে ও আন এডেড মাদ্রাসা গুলির ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতি বছর জাঁকজমকপূর্ণ ভাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ভিত্তিক খেলা গুলি সম্পন্ন হওয়ার পর রাজ্য স্তরের প্রতিযোগিতা হয়ে থাকে। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের আর্থিক সাহায্যে জেলা ও রাজ্য মাদ্রাসা ক্রীড়া সুসম্পন্ন হয়।

আসন্ন মাধ্যমিক পরীক্ষা, প্রথম থেকে নবম শ্রেণির তৃতীয় পর্বের মূল্যায়ন ইত্যাদি বিষয়কে সামনে রেখে কোন কোন সময়ে ১৬তম মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে সুবিধা হবে সেই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার মহাকরণে সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী চেম্বারে ক্রীড়া কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য স্তরের খেলার ভেন্যু, দিনক্ষন, একক প্রতিযোগিতার পাশাপাশি দলগত খেলা ইত্যাদি নিয়ে সভায় আলোচনা হয়।

আরও পড়ুন: মহাকরণে স্বরাষ্ট্র দফতরের সচিবালয়ে আগুন

সভায় পৌরহিত্য করেন মন্ত্রী তাজমূল হোসেন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রধান সচিব পি. বি. সালিম , সচিব জি. এইচ. ওবায়দুর রহমান, মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারী গোপাল হালদার, মাদ্রাসা শিক্ষা অধিকর্তা শান্তনু বসু, পর্ষদ সভাপতি শেখ আবু তাহের কমরুদ্দিন, পর্ষদ সচিব মুখলেসুর রহমান, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি আবু সুফিয়ান পাইক, মুহাম্মদ শাহনওয়াজ তরফদার প্রমুখ।

আরও পড়ুন: রাজ্য খুব শীঘ্রই কয়লায় সম্পূর্ণ স্বাবলম্বী হবে: পি বি সালিম

প্রসঙ্গত ,তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলাধুলায় পারদর্শী পড়ুয়াদের একত্রিত করে খেলাধুলায় তাদের বিকাশ ঘটাতে এই স্পোর্টস এবং গেমসের আয়োজন করা হয়। প্রথমদিকে কলকাতার সাই কমপ্লেক্সে প্রতিবছর এই গেমস অনুষ্ঠিত হয়েছে।

বর্তমানে প্রতিবছর পরামর্শ করে জায়গা ঠিক করা হয় এবং সেখানেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এ বছর কোথায় হবে হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ হয়নি, তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই জায়গা জানিয়ে দেয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগেই মাদ্রাসা গেমস এবং স্পোর্টসের আয়োজন করেছেন। মূলত গ্রাম বাংলার প্রতিভাবান খেলোয়াড়দেরকে সামনে এনে মুল স্তরে জায়গা করে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতা প্রতিবছর অনুষ্ঠিত হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহাকরণে রাজ্য মাদ্রাসা ক্রীড়া কাউন্সিলের বৈঠকে পিবি সালিম

আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

আবদুল ওদুদ : পশ্চিমবঙ্গ স্টেট মাদ্রাসা গেমস্ এণ্ড স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে সরকারি অনুমোদন প্রাপ্ত এডেড মাদ্রাসা, এম. এস. কে ও আন এডেড মাদ্রাসা গুলির ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতি বছর জাঁকজমকপূর্ণ ভাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ভিত্তিক খেলা গুলি সম্পন্ন হওয়ার পর রাজ্য স্তরের প্রতিযোগিতা হয়ে থাকে। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের আর্থিক সাহায্যে জেলা ও রাজ্য মাদ্রাসা ক্রীড়া সুসম্পন্ন হয়।

আসন্ন মাধ্যমিক পরীক্ষা, প্রথম থেকে নবম শ্রেণির তৃতীয় পর্বের মূল্যায়ন ইত্যাদি বিষয়কে সামনে রেখে কোন কোন সময়ে ১৬তম মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে সুবিধা হবে সেই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার মহাকরণে সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী চেম্বারে ক্রীড়া কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য স্তরের খেলার ভেন্যু, দিনক্ষন, একক প্রতিযোগিতার পাশাপাশি দলগত খেলা ইত্যাদি নিয়ে সভায় আলোচনা হয়।

আরও পড়ুন: মহাকরণে স্বরাষ্ট্র দফতরের সচিবালয়ে আগুন

সভায় পৌরহিত্য করেন মন্ত্রী তাজমূল হোসেন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রধান সচিব পি. বি. সালিম , সচিব জি. এইচ. ওবায়দুর রহমান, মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারী গোপাল হালদার, মাদ্রাসা শিক্ষা অধিকর্তা শান্তনু বসু, পর্ষদ সভাপতি শেখ আবু তাহের কমরুদ্দিন, পর্ষদ সচিব মুখলেসুর রহমান, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি আবু সুফিয়ান পাইক, মুহাম্মদ শাহনওয়াজ তরফদার প্রমুখ।

আরও পড়ুন: রাজ্য খুব শীঘ্রই কয়লায় সম্পূর্ণ স্বাবলম্বী হবে: পি বি সালিম

প্রসঙ্গত ,তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলাধুলায় পারদর্শী পড়ুয়াদের একত্রিত করে খেলাধুলায় তাদের বিকাশ ঘটাতে এই স্পোর্টস এবং গেমসের আয়োজন করা হয়। প্রথমদিকে কলকাতার সাই কমপ্লেক্সে প্রতিবছর এই গেমস অনুষ্ঠিত হয়েছে।

বর্তমানে প্রতিবছর পরামর্শ করে জায়গা ঠিক করা হয় এবং সেখানেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এ বছর কোথায় হবে হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ হয়নি, তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই জায়গা জানিয়ে দেয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগেই মাদ্রাসা গেমস এবং স্পোর্টসের আয়োজন করেছেন। মূলত গ্রাম বাংলার প্রতিভাবান খেলোয়াড়দেরকে সামনে এনে মুল স্তরে জায়গা করে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতা প্রতিবছর অনুষ্ঠিত হয়।