সুপ্রিম কোর্টের অনুমোদিত ৩৪ বিচারপতির পদই পূর্ণ
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত Vipul Pancholi, Alok Aradhe

- আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 91
পুবের কলম,ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শুক্রবার সকালে শপথ নিলেন বিচারপতি বিপুল পাঞ্চোলি (Vipul Pancholi) এবং বিচারপতি অলোক আরাধে (Alok Aradhe)। এই দুই নতুন বিচারপতি যোগ দেওয়ার পর সুপ্রিম কোর্টের অনুমোদিত ৩৪ বিচারপতির পদই পূর্ণ হয়ে গেল। সেপ্টেম্বরে প্রধান বিচারপতি গাভাই অবসর নিলে ফের একজন বিচারপতি নিয়োগের প্রয়োজন হবে।
আজ যে দুজন নতুন বিচারপতি শপথ নিলেন তাঁদের মধ্যে বিচারপতি আরাধে মধ্যপ্রদেশের এবং বিচারপতি পাঞ্চোলি গুজরাটের। সুপ্রিম কোর্টের সিনিয়র এবং একমাত্র মহিলা বিচারপতি নাগরত্না কলেজিয়ামে আপত্তি তোলা সত্বেও বিচারপতি পাঞ্চোলির নাম সুপারিশ করেন কলেজিয়ামের বাকি সব সদস্য, যার মধ্যে প্রধান বিচারপতি গাভাইও ছিলেন। এবার কলেজিয়ামের সুপারিশ পাওয়ার ঠিক দুদিনের মধ্যে কেন্দ্রীয় সরকার তা মেনে নিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন।
দ্রুততার সঙ্গে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি জারি হয়ে শপথও হয়ে গেল। অথচ আগে এই কলেজিয়ামের সুপারিশ ৮/৯ মাস ঝুলিয়ে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বর্তমান সদস্য হলেন প্রধান বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি বি ভি নাগরত্না। বর্তমানে সুপ্রিম কোর্টের ৩৪ জন বিচারপতির মধ্যে একমাত্র মহিলা বিচারপতি নাগরত্না ৩৬ দিনের জন্য প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পাবেন অবসরের ঠিক পুর্বমুহূর্তে।
Ansarullah vows: ইয়েমেনে হামলা ইসরাইলের, প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি আনসারুল্লাহর
বিচারপতি পাঞ্চোলির সিনিয়রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি নাগরত্না। কারণ তিনি বিভিন্ন রাজ্যের হাইকোর্টের তিন মহিলা বিচারপতি সুনীতা আগরওয়াল, রেবতী মোহিতে দেরে এবং লিসা গিলকে টপকে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে গেলেন। যদিও ওই তিন মহিলা বিচারপতিই পাঞ্চোলির চেয়ে সিনিয়র ছিলেন। ২০২১ সালে বিচারপতি হিমা কোহলি, বিচারপতি বেলা ত্রিবেদী এবং বিচারপতি বি ভি নাগরত্নাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করার পর গত চার বছরে কোনও মহিলা বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করা হয় নি।
এদিন যোগ দেওয়া বিচারপতি অলোক আরাধে মধ্যপ্রদেশ হাইকোর্টে ২০০৯ সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। দু বছরের মধ্যে তিনি স্থায়ী বিচারপতি হয়ে যান। এরপর জম্মু-কাশ্মীর হাইকোর্টে অস্থায়ী প্রধান বিচারপতি হয়ে কর্নাটক হাইকোর্টে বদলি হন।
সেখানেও কিছুকাল অস্থায়ী প্রধান বিচারপতি থেকে তেলেঙ্গানা হাইকোর্টে প্রধান বিচারপতি হন। সেখান থেকে গত জানুয়ারিতে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। কয়েক মাসের মধ্যেই তাঁর পদোন্নতি হল। অন্যদিকে বিপুল পাঞ্চোলি গুজরাটের হাইকোর্ট থেকে শুরু করে ২০২৩ সালে পাটনা হাইকোর্টে বদলি হন প্রধান বিচারপতি হিসেবে। ২ বছরের মধ্যে পদোন্নতি পেয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে গেলেন।