০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাটির দেওয়াল চাপা পড়ে দুই নাবালিকা সহ মৃত তিন

মারুফা খাতুন
  • আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
  • / 226

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : মর্মান্তিক ঘটনা। মন্দিরবাজারে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত মা ও ২ মেয়ে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ইতিমধ্যেই মন্দিরবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে মন্দিরবাজার বিধানসভার সারদেশ্বরী স্কুলের কাছে কামার পাড়ায় একটি মাটির বাড়িতে থাকতেন তাঁরা।

পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে ঘটনার সময় মেয়ে শীলা কর্মকার, বয়স ১৫ বছর ও প্রিয়া কর্মকার, বয়স ১০ বছর।তাদের সঙ্গে বাড়িতেই ছিলেন বৃহস্পতি কর্মকার। বৃহস্পতিবার রাতে আচমকা মাটির বাড়ি ভেঙে গায়ের উপর চাপা পড়ে তাদের। প্রতিবেশীরা দ্রুত উদ্ধারকাজে আসে। খবর দেওয়া হয় মন্দিরবাজার থানায়।

আরও পড়ুন: নদীতে ভাসছে মৃত ডলফিন

পরে মাটি সরিয়ে তিনজনকেই উদ্ধার করা হয় এবং স্থানীয় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে আমার‌ বাড়ি প্রকল্পে ঘর বাঁধার জন্য টাকাও পেতেন তাঁরা। ঘর বাঁধার জন্য সেজন্য একটু দেরী হচ্ছিল। ফলে দুর্বল বাড়িতেই তাঁরা অবস্থান করছিলেন। কিন্তু কয়েকদিন ধরে চলা বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়েছিল বাড়িটি। এমনকি দেওয়াল ও নরম হয়ে যায়।

আরও পড়ুন: হরিদ্বারে মনসাদেবী মন্দিরে পুজোর ভিড়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬ পুণ্যার্থী, আহত বহু

সেই দেওয়াল যে এভাবে ভেঙে পড়বে তা কল্পনা করতে পারেননি কেউই। বর্তমানে মৃতদেহ গুলি পুলিশ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আর এই ঘটনার পরে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেছেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। মথুরাপুরের সাংসদ বাপি হালদার ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভংকর সরকার, প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক আশুতোষ চ্যাটার্জীরা মৃতদের পরিবার পরিজনদের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন।আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুন: জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে সরকারি প্রকল্পে প্রতারণার অভিযোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাটির দেওয়াল চাপা পড়ে দুই নাবালিকা সহ মৃত তিন

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : মর্মান্তিক ঘটনা। মন্দিরবাজারে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত মা ও ২ মেয়ে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ইতিমধ্যেই মন্দিরবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে মন্দিরবাজার বিধানসভার সারদেশ্বরী স্কুলের কাছে কামার পাড়ায় একটি মাটির বাড়িতে থাকতেন তাঁরা।

পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে ঘটনার সময় মেয়ে শীলা কর্মকার, বয়স ১৫ বছর ও প্রিয়া কর্মকার, বয়স ১০ বছর।তাদের সঙ্গে বাড়িতেই ছিলেন বৃহস্পতি কর্মকার। বৃহস্পতিবার রাতে আচমকা মাটির বাড়ি ভেঙে গায়ের উপর চাপা পড়ে তাদের। প্রতিবেশীরা দ্রুত উদ্ধারকাজে আসে। খবর দেওয়া হয় মন্দিরবাজার থানায়।

আরও পড়ুন: নদীতে ভাসছে মৃত ডলফিন

পরে মাটি সরিয়ে তিনজনকেই উদ্ধার করা হয় এবং স্থানীয় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে আমার‌ বাড়ি প্রকল্পে ঘর বাঁধার জন্য টাকাও পেতেন তাঁরা। ঘর বাঁধার জন্য সেজন্য একটু দেরী হচ্ছিল। ফলে দুর্বল বাড়িতেই তাঁরা অবস্থান করছিলেন। কিন্তু কয়েকদিন ধরে চলা বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়েছিল বাড়িটি। এমনকি দেওয়াল ও নরম হয়ে যায়।

আরও পড়ুন: হরিদ্বারে মনসাদেবী মন্দিরে পুজোর ভিড়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬ পুণ্যার্থী, আহত বহু

সেই দেওয়াল যে এভাবে ভেঙে পড়বে তা কল্পনা করতে পারেননি কেউই। বর্তমানে মৃতদেহ গুলি পুলিশ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আর এই ঘটনার পরে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেছেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। মথুরাপুরের সাংসদ বাপি হালদার ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভংকর সরকার, প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক আশুতোষ চ্যাটার্জীরা মৃতদের পরিবার পরিজনদের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন।আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুন: জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে সরকারি প্রকল্পে প্রতারণার অভিযোগ